ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছেঁড়া কুর্তা পরে ভোটের প্রচারে রাহুল গান্ধী

প্রকাশিত: ০৪:০১, ১৮ জানুয়ারি ২০১৭

ছেঁড়া কুর্তা পরে ভোটের প্রচারে রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথার লড়াই রোজই হয়। কিন্তু ভোটের মৌসুমে রাজনীতির চেনা ছকের বাইরে খোলস ছেড়ে বেরিয়ে এলেন অন্য রাহুল গান্ধী। সেই নেতা যিনি একেবারে ভরা হাটে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিলেন নিজের ছেঁড়া কুর্তা। এই ‘অন্য’ রাহুলকে নিয়েই এখন শুরু হয়েছে গুঞ্জন। খবর আনন্দবাজার পত্রিকার। উত্তরাখণ্ডের হৃষীকেশে সোমবার ভোটের প্রচারে সভামঞ্চে পৌঁছে কর্মীদের উৎসাহ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন কংগ্রেসের সহসভাপতি রাহুল। তিনি বলেন, আপনাদের উৎসাহ দেখে আমার তো গরম লাগতে শুরু করেছে! সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট খুলে ফেলেন রাহুল। তার পর শুরু হয়ে যায় মোদি সরকার ও সঙ্ঘ পরিবারের দিকে নিশানা করে আক্রমণ। হঠাৎই নিজের ছেঁড়া কুর্তা শ্রোতাদের দিকে তুলে ধরেন রাহুল বলেন, এই দেখুন, আমি ছেঁড়া কুর্তা পরেছি। কিন্তু মোদিজি কখনও ছেঁড়া কুর্তা পরেন না। বড়লোকদের সঙ্গেই তার ছবি দেখতে পাওয়া যায়। তারদাবি, আমি গরিবের জন্য রাজনীতি করি। আর এ দেশে সবচেয়ে পয়সাওয়ালা যারা, তাদের সঙ্গেই মোদিজিকে দেখা যায়। আগে মোদি সরকারকে ‘স্যুট-বুটের সরকার’ আখ্যা দিয়ে আক্রমণ করেছেন রাহুল। কিন্তু তখনও শরীরী ভাষা এতটা আক্রমণাত্মক ছিল না। কিন্তু উত্তরাখণ্ড দেখল অন্য রাহুলকে। তাই উত্তরাখণ্ডের কুর্তা-কাহিনী সাড়া ফেলেছে দিল্লীতেও। কংগ্রেস মহলে একটাই কথা ‘এ তো ফাটা পোস্টার নিকলা হিরোর দ্বিতীয় পর্ব। ফাটা কুর্তা, নিকলা রাহুল! আর বিজেপি নেতারা বলছেন, দেখাবেন বলেই ছেঁড়া কুর্তা পরে পাহাড়ে গিয়েছিলেন যুবরাজ।
×