ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সার্বিয়ার হুঁশিয়ারি

কসোভোতে দাবি করা প্রতি ইঞ্চি ভূখণ্ড বুঝে নেব

প্রকাশিত: ০৪:০১, ১৮ জানুয়ারি ২০১৭

কসোভোতে দাবি করা প্রতি ইঞ্চি ভূখণ্ড বুঝে নেব

কসোভোতে নিজের দাবি করা প্রতি ইঞ্চি ভূখ- রক্ষা করবে সার্বিয়া। এ সতর্ক বাণী উচ্চারণ করেছে সার্বিয়া। খবর বিবিসির। কসোভো একটি যুদ্ধ চায় বলে অভিযোগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট তোমিসøাভ নিকোলিচ। সার্বিয়ার রঙে আঁকা ‘কসোভো হচ্ছে সার্বিয়া’ লেখা একটি ট্রেনকে কসোভোর সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখা হলে তিনি এই অভিযোগ করেন। কসোভো ট্রেনটিকে উদ্দেশ্যমূলক উস্কানি হিসেবে দেখেছিল। উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নিকোলিচ বলেছেন, কসোভোতে সার্ব নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনে তিনি সেনাবাহিনী পাঠাবেন। কসোভো ঐতিহাসিকভাবে সার্বিয়ার একটি প্রদেশ ছিল। এটি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ও ইইউ’র বেশিরভাগ দেশ কসোভোকে স্বীকৃতি দেয়। কিন্তু সার্বিয়া ও এর মিত্র দেশ রাশিয়া দেশটিকে স্বীকৃতি দেয়নি। ট্রেনটি ২০০৮ সাল থেকে কসোভোর সার্বিয়ার রাজধানী, বেলগ্রেড ও উত্তর কসোভোর মিত্রোভিকারের মধ্যে প্রথম সরাসরি সংযোগ হিসাবে কাজ করে ট্রেন চলাচলকে সার্বিয়া এক গুরুত্বপূর্ণ পরিবহন যোগাযোগ হিসাবে স্বাগত জানায়।
×