ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারত নয়, পাক-আফগান ছিল ওবামার কাছে বেশি গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ০৪:০১, ১৮ জানুয়ারি ২০১৭

ভারত নয়, পাক-আফগান ছিল ওবামার কাছে বেশি গুরুত্বপূর্ণ

ভারত নয়, পাকিস্তান ও আফগানিস্তানই ছিল যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সবচেয়ে গুরুত্বের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন ভাবনাই ওবামার ছিল দাবি হোয়াইট হাউসে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত সাবেক মার্কিন কর্মকর্তা অনিশ গোয়েলের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক এই সিনিয়র ডিরেক্টর গোয়েল বলেছেন, তবে ওবামার আমলে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক দিন দিন উন্নতির দিকেই গিয়েছে। বিভিন্ন সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এক্ষেত্রে ওবামা প্রশাসনের প্রথম দুবছরের মধ্যে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যুক্তরাষ্ট্র সফর একটি বড় দিক। পরবর্তীকালে ভারতে আসেন ওবামা, যে ঘটনাও দুদেশের সম্পর্ককে আরও মজবুত করে বলে দাবি করে ওয়াকিবহল মহল। গোয়েল জানান, ওবামা সরকারের আমলে দুদেশের সম্পর্ক উন্নতিই দেখেছে। মদ্যপান রুখতে... মদ্যপানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। মাদক বিরোধী প্রচারের উপর জোর দেয়া হয়েছে। স্কুল বা কলেজের সামনে কোন মদের দোকান রয়েছে কিনা সেদিকেও নজর দিচ্ছে রাজ্য সরকার। ছাত্রদের মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি তো রয়েছেই। এমনকি টিভিতে কোন মদের বিজ্ঞাপন দেখানোর বিষয়েও নিষেধাজ্ঞা চালু করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। -ওয়েবসাইট অভিযোগ জানাতে এ্যাপ ভারতে সেনাবাহিনীর জন্য নতুন এ্যাপ আনতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোন ধরনের অভাব-অভিযোগ বা সমস্যার সম্মুখীন হলে তা ওই এ্যাপের মাধ্যমে জানাতে পারবেন সেনা সদস্যরা। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে এই মর্মে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী তিনমাসের মধ্যে এই এ্যাপ চালু করার কথা বলা হয়েছে। বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও অভিযোগ সামনে আসার পরই এমন ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। -ইন্ডিয়া টিভি
×