ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত খুন মাফ নয়

প্রকাশিত: ০৩:৫৫, ১৮ জানুয়ারি ২০১৭

সাত খুন মাফ নয়

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদ-াদেশ দিয়েছে আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে। একসঙ্গে এত র‌্যাব সদস্যের সাজা দেশে এই প্রথম। ১১ মাস তদন্তের পর ২০১৫ সালের ৮ এপ্রিল র‌্যাবের সাবেক ২৫ কর্মকর্তা-সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। কিছুটা বিলম্বে হলেও ওই চার্জশীট প্রদানের ঘটনায় দেশের মানুষ স্বস্তি বোধ করেছিল। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথেও সেটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিল। পরের বছরের ৮ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠিত হয়। এরপর প্রায় সাত মাসে ৩৮ কর্মদিবস মামলার বিচারকাজ চলে। রোমহর্ষক সাত খুনের সঙ্গে যেহেতু র‌্যাব-পুলিশের সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল তাই জনমনে এমন একটি ধারণা বা সন্দেহ তৈরি হয়েছিল যে আসামিদের রক্ষার জন্য ছলচাতুরির আশ্রয় নেয়া হবে। বিশেষ করে ওই হত্যাকা-ের সঙ্গে জড়িত একজন ক্ষমতাসীন দলের এক মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় সন্দেহটি বড় হয়ে উঠেছিল। জনমনে এমন শঙ্কাও গড়ে উঠতে শুরু করেছিল যে অভিযুক্তদের রেহাই দিতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। এজন্য মানুষকে দোষ দেয়া যাবে না। বাংলাদেশের ইতিহাসে এমনটাই চলে আসছে এতকাল। র‌্যাব-পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছোট বড় নানা অভিযোগ উঠলে ‘কাক কাকের মাংস খায় না‘Ñ এই আপ্তবাক্যটির ন্যায্যতা প্রতিষ্ঠার জন্যই যেন বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চূড়ান্ত বিচারে সতীর্থদের স্বার্থ রক্ষাই করে গেছেন। বলা যায় এবার তার বিশেষ ব্যতিক্রম ঘটল। এ নিয়ে রাজনীতি করার অপচেষ্টাও কম হয়নি। রাষ্ট্রীয় কোন সংস্থার সদস্য যদি অপরাধে যুক্ত হয় তাহলে মানুষের আইনের প্রতি শ্রদ্ধা কমে যায়। অপরাধীরা এর সুযোগ গ্রহণ করে। কেউ অপরাধ করলে শাস্তি হবে, এটাই আইনের বিধান। অপরাধ যাদের নিয়ন্ত্রণ করার কথা তাদের কেউ যদি অপরাধ করে সে ক্ষেত্রে শাস্তি হওয়া উচিত কঠোর এবং দৃষ্টান্তমূলক। এটা অবশ্যই মনে রাখা চাই যে, আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য অপরাধকর্মে যুক্ত হয়ে পড়লে তার প্রভাব পুরো সমাজে পড়তে বাধ্য। প্রসঙ্গত র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জঙ্গী সংগঠনের অপতৎপরতা দমনে এলিট ফোর্স র‌্যাব দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জঙ্গী ও সন্ত্রাস দমন, অপহরণ, ভেজালবিরোধী অভিযান, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের সাফল্য সর্বজনস্বীকৃত।’ আইন সবার জন্য সমান এবং সব অপরাধীকেই আইনের আওতায় নিয়ে আসা রাষ্ট্রের কর্তব্য। সরকারের বর্তমান মেয়াদকে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার সময় হিসেবে উল্লেখ করা যেতে পারে। সরকার সব হত্যাকা-কে বিচারের আওতায় আনার চেষ্টা করছে। আইন ও বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণ এখন আস্থাশীল। ৭ খুনের ঘটনায় র‌্যাবের সদস্যদের বিরুদ্ধে মৃত্যুদ- প্রদানের বিষয়টি সেই আস্থা আরও দৃঢ় হবে বলে আশা করা যায়। দেশবাসী মনে করছে, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এবার রায় কার্যকর করার পালা।
×