ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৫০ স্বেচ্ছাসেবী নিয়োগ দিবে আমার এমপি ডট কম

প্রকাশিত: ০২:২২, ১৭ জানুয়ারি ২০১৭

৩৫০ স্বেচ্ছাসেবী নিয়োগ দিবে আমার এমপি ডট কম

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্যদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নানা কর্মযজ্ঞ নিয়ে এগিয়ে চলছে ‘আমার এমপি ডট কম’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সার্বিক কর্মকান্ডের খোঁজ রাখতে; ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে জনপ্রতিনিধিদের সঙ্গে জনসাধারণের যোগাযোগকে আরও সহজতর করে তুলতে এবার সংস্থাটি ৩৫০ জন স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। এমন পরিকল্পনার কথা জনকণ্ঠকে জানিয়েছেন আমার এমপি প্রকল্পের স্যোশাল মিডিয়া কনসালট্যান্ট সুশান্ত দাস গুপ্ত। জনকন্ঠকে তিনি বলেন, ‘আমার এমপি প্রকল্পের জন্য আমরা সাড়ে তিন শ’ স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের কাছে স্বেচ্ছাসেবক নামের পরিবর্তে অ্যামবাসেডর নাম ব্যবহারের জন্য বেশ কিছু সুপারিশ এসেছে। অতএব আমরা আমার এমপি’র জন্য সাড়ে তিন শ’ অ্যামবাসেডর নিয়োগ করবো বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকেই একজন করে। দেশের বাইরেও যারা অভিবাসী হিসেবে আছেন তারাও যেন যুক্ত থাকতে পারেন তার জন্য প্রতিটা দেশ থেকেও একজন করে নিয়োগ করা হবে।’ প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘ডিজিটাল দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন এমপিরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তা নজর কাড়ে সংসদ সদস্যদের। প্রতিবেদনটিতে বলা হয়, ডিজটাল দেশেও খোদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সরব নন একাধিক মন্ত্রী-এমপি। ৩৫০ এমপির মধ্যে ২৯৫ এমপির ফেসবুক আইডি বা পেজ থাকলেও সেগুলো ভেরিফাইড নয়। ভেরিফাইড ফেসবুক আইডি বা পেজ আছে এমন এমপির সংখ্যা মাত্র ৭। ভেরিফাইড টুইটার এ্যাকাউন্ট আছে মাত্র ২ জনের। ওয়েবসাইট আছে মাত্র ১৫ এমপির। এমপিদের মধ্যে ১৬৩ জনই ব্যবসায়ী। ফলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই নিষ্ক্রিয়। এমন প্রতিবেদন নজর কাড়ে একাধিক সংসদ সদস্যদের। তাদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুক ছাড়াও টুইটারসহ একাধিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে থাকে। প্রতিবেদনটি তৈরিতে উপাত্ত হিসেবে ব্যবহৃত হয় একটি সামাজিক গবেষণার তথ্য। ওই গবেষণাটি পরিচালনা করে আমার এমপি টিম। ‘আমার এমপি ডটকম’ নামের একটি ওয়েবপোর্টালে সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সেখানে দেখা যায়, খোদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সরব নন একাধিক মন্ত্রী-এমপি।
×