ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজস্ব হয়রানি প্রতিরোধে একাধিক ই-মেইল খোলা হবে

প্রকাশিত: ০১:৩৫, ১৭ জানুয়ারি ২০১৭

রাজস্ব হয়রানি প্রতিরোধে একাধিক ই-মেইল খোলা হবে

স্টাফ রিপোর্টার ॥ রাজস্ব হয়রানি প্রতিরোধে তিনটি ই-মেইল খোলা হবে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, কাস্টমস-আয়কর-ভ্যাট সম্পর্কে যে কোন অভিযোগ জানাতে তিনটি আলাদা ফিডব্যাক মেইল খোলা হবে। তাতে আপনারা এনবিআরের যে কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। তাতে কাস্টমস, আয়কর ও ভ্যাট সম্পর্কিত সমস্যা ও পরামর্শও জানানো যাবে। এই সপ্তাহের মধ্যেই গণবিজ্ঞপ্তি দিয়ে তা সবাইকে জানিয়ে দেয়া হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। জেলা-উপজেলায় আমাদের কর্মকান্ড বিস্তৃত হয়েছে। ইউনিয়ন পর্যায়েও রাজস্ব বোর্ডের সেবা পাওয়া যাচ্ছে। রাজস্ব দেয়ার সময় সব জায়গায় এখন উৎসবমুখর পরিবেশ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক আইন ২০১২’ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, নতুন আইন বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের মধ্য থেকে প্রশিক্ষক তৈরি করছি। আপনারাই আপনাদের সহকর্মীদের প্রশিক্ষণ দিবেন। তাদেরকে নতুন আইন সম্পর্কে জানাবেন। যাতে তাদের কোন সমস্যা না হয়। মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব আহরণের জন্য প্রয়োজন মানবিক দৃষ্টিভঙ্গি। নতুন আইন সার্বিকভাবে আপনাদের মঙ্গল বয়ে আনবে। সরকারী উদ্যোগে ইসিআর সরবরাহ করা হবে। কোন রাজস্ব কর্মচারী আপনাকে হয়রানির সুযোগ পাবে না। কোথাও যদি কোন হয়রানি, অনৈতিক কিছু হয়; এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। আশা করি ভ্যাট অন লাইন আগামী মার্চ মাসেই কার্যকর হবে। পহেলা জুলাই থেকে বাস্তাবিক ভাবে এর প্রয়োগ সম্ভব হবে। অনুষ্ঠানে এফসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদের বক্তব্যের সূত্র ধরে তিনি আরও বলেন, রাজস্ব বোর্ডের সামনে ফুলের আকার ছোট নয়, আমরা ফুলের বাগান তৈরি করেছি। একটি বাঘ আছে, কারণ সবাইকে নিয়ে কাজ করতে হয়। রাতের অন্ধকারে সীমান্তে চোরচালানি প্রতিরোধে এনবিআরকে কাজ করতে হয়। তাই রুখে দাঁড়ানোর প্রতীক হিসেব রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য ব্যবহার করা হয়েছে। এখানে বাঘ হচ্ছে এনবিআর। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এফসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ব্যবসায়ীরা কর দিতে চায়। কিন্তু ১ টাকার কর দিতে গিয়ে তারা ৩ টাকার হয়রানির স্বীকার হতে চায় না। তাই রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। তিনি বলেন, রাজস্ব বোর্ডের সামনে ফুলের সাইজের চেয়ে বাঘের সাইজ বড়। দেশের ব্যবসায়ীরা দেশপ্রেমিক। তারা যদি দেশপ্রেমিক না হতো তাহলে ৭ শতাংশ প্রবৃদ্ধি হতো না। তাই আমি মনে করি, বাঘের সাইজ ছোট করতে হবে। আর ফুলের সাইজ বড় করতে হবে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) এর কমিশনার মো. মাসুদ সাদিকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান, এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) সুলতান মো. ইকবাল, সদস্য (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান প্রমুখ।
×