ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ মাসে ৫৬ শতাংশ কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত

প্রকাশিত: ০০:১১, ১৭ জানুয়ারি ২০১৭

৬ মাসে ৫৬ শতাংশ কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৬ মাসে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর শেষে ব্যাংকগুলো মোট ১০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, গেল অর্থবছর ব্যাংক খাতে ১৬ হাজার ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষমাত্রা ছিল। অর্থবছরে শেষে দেখা গেছে, ব্যাংকগুলো বিতরণ করে ১৭ হাজার ৭১২ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ। গেল অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ২৯০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ছিল ৭ হাজার ১১০ কোটি টাকা।
×