ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্জারে সম্মত হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো

প্রকাশিত: ০০:০৮, ১৭ জানুয়ারি ২০১৭

মার্জারে সম্মত হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো

অর্থনৈতিক রিপোর্টার ॥ তামাকজাত শিল্পে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হতে চায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। এ লক্ষ্যে শেষ পর্যন্ত মার্কিন প্রতিদ্বন্দ্বী কোম্পানি রেনন্ডসের মালিকানা নিতে ৪ হাজার ৯৪০ কোটি ডলারের মার্জার চুক্তিতে সম্মত হয়েছে বহুজাতিক কোম্পানিটি। খবর বিবিসির। রেনল্ডসের ৪২.২ শতাংশ শেয়ারের মালিক বিএটি। মার্জ হওয়ার মাধ্যমে বাকি ৫৭.৮ শতাংশ মালিকানা কিনবে যুক্তরাজ্যের এ কোম্পানি। খবরে বলা হয়, এই ৫৭.৮ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে গত কয়েকমাস ধরে আলোচনা হয়েছে। গত নবেম্বরে অবশ্য রেনল্ডসের পক্ষ থেকে অধিগ্রহণ প্রস্তাব নাকচ করার কথা জানানো হলেও বিএটির পক্ষ থেকে আলোচনা এগিয়ে যায়। ব্রিটিশ কোনো কোম্পানির সঙ্গে বিদেশি কোম্পানির এই মার্জকে গত কয়েক বছরে সবচেয়ে বড় কোনো চুক্তি বলে ভাবা হচ্ছে। এই মার্জার টোব্যাকো শিল্পে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড লাকি স্ট্রাইক, রথম্যানস, ডানহিল ও ক্যামেল সিগারেটের ব্যবসাকে এক করে দেবে। ১৮৭৫ সালে কার্যক্রম শুরু করে রেনল্ডস। যুক্তরাষ্ট্রের বাজারে কোম্পানিটির অবস্থান দ্বিতীয় বৃহত্তম। প্রথম স্থানে আছে আল্ট্রিয়ার মালিকানাধীন ফিলিপ মরিস ইউএসএ। বাংলাদেশের পুঁজিবাজারেও তালিকাভুক্ত বিএটি। ১৯৭৭ সালে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। দেশের বাজারে কোম্পানিটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) নামে ব্যবসা করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএটিবিসির অধিগ্রহণ প্রস্তাবের খবর প্রকাশের পর গত নবেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি জানতে চেয়ে কোম্পানির কাছে চিঠি পাঠায়। চিঠির জবাবে বিএটিবিসি জানায়, তারা এখন পর্যন্ত কোনো অধিগ্রহণ প্রস্তাবের সাথে জড়িত নেই।
×