ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের রেকর্ড

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে মঙ্গলবার মূল্য সূচকের সাথে লেনদেনেও রেকর্ড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। ২০১৩ সালে সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণ ২ হাজারের ঘর অতিক্রম করে রেকর্ড গড়েছে। এদিন ডিএসইতে দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ৭ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে আগের দিনে তুলনায় ২০৮ কোটি ৪৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, বারাকা পাওয়ার, যমুনা ওয়েল, লঙ্কা বাংলা ফাইনান্স, মবিল যমুনা বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার, ইসলামী ব্যাংক ও ডেসকো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পদ্মা ওয়েল, আইসিবি, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, মেঘনা পেট্রোলিয়াম, বিডি ফাইনান্স, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা ও আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইমাম বাটন, সিপিএম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, ঝিল বাংলা সুগার, বিডি অটোকারস, ডেফোডিল কম্পিউটার, এমারেল্ড ওয়েল, এশিয়া ইন্স্যুরেন্স ও সামাতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণ বেড়েছে। সিএসইতে ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, এ্যাপোলো ইস্পাত, এ´িম ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, লঙ্কা বাংলা ফাইনান্স ও বিএসআরএম স্টিল।
×