ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার নারীর জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ, আদেশ ২৬ জানুয়ারি

প্রকাশিত: ০৮:৪১, ১৭ জানুয়ারি ২০১৭

চার নারীর জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ, আদেশ ২৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ চারটি হত্যা মামলায় সাত বছর কারাগারে থাকা চার নারী বন্দীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৬ জানুয়ারি আরও শুনানি করে আদেশ দেয়ার জন্য ঠিক করেছেন হাইকোর্ট। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ২৩ জানুয়ারি আদেশের দিন ঠিক করেছে হাইকোর্ট। টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদেশ দেয়ার জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সাত বছর ধরে কারাগারে থাকা চার নারী বন্দীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আদেশ প্রদান করা হবে ২৬ জানুয়ারি। সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বেেয় গঠিত বেঞ্চে শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করে। চার নারী হলেন- নারায়ণগঞ্জের শাহনাজ বেগম, সুমি আক্তার রেশমা, গাজীপুরের রাজিয়া সুলতানা ও ময়মনসিংহের রানী ওরফে নূপুর। আদালতে সোমবার তাদের পক্ষে শুনানি করেন লিগ্যাল এইডের আইনজীবী আইনুর নাহার সিদ্দিকা। এর আগে সকালে তাদরে হাইকোর্টে হাজির করেন কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। গত ৩০ নবেম্বর এই চার নারী বন্দীকে কেন জামিন দেয়া হবে না- মর্মে রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। মামলার নথিপত্রে দেখা যায়, শ্যামপুর থানায় করা এক হত্যা মামলায় নারায়ণগঞ্জের সুমি আক্তার ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে কারাগারে। পৃথক চারটি হত্যা মামলায় বিনাবিচারে কারাগারে থাকা চার নারীকে আদালতে হাজির করা হয় এবং তাদের বক্তব্য শোনে আদালত। দোহার থানার এক হত্যা মামলায় নারায়ণগঞ্জের শাহনাজ বেগম ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে। তুরাগ থানার এক হত্যা মামলায় গাজীপুরের রাজিয়া সুলতানা ২০০৯ সালের ২১ মে থেকে এবং রমনা থানার এক হত্যা মামলায় ময়মনসিংহের রানী ওরফে নূপুর ২০০৯ সালের ২১ নবেম্বর থেকে কারাগারে। এসব মামলায় তাদের ৫০-৭৬ বার আদালতে হাজির করা হয়েছে। কিন্তু আজ অবধি এসব মামলার বিচার শেষ হয়নি। বিচার শেষ না হওয়ায় আট বছর ধরে তারা কারাগারে বিনাবিচারে বন্দী রয়েছে। আদেশ ২৩ জানুয়ারি ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ২৩ জানুয়ারি আদেশের দিন ঠিক করেছে হাইকোর্ট। রিটের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করে। জামিনের আদেশ ১৮ জানুয়ারি ॥ টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদেশ দেয়ার জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। জামিন আবেদন শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল মোঃ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের এ দিন ঠিক করে। আদালতে আসামি পক্ষের শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও ড. বশির আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×