ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণদের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে ॥ নূর

প্রকাশিত: ০৮:৩৭, ১৭ জানুয়ারি ২০১৭

তরুণদের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে ॥ নূর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সংস্কৃতমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, তরুণদের সংস্কৃতির প্রতি আগ্রহ কমে গেছে। এর কারণ নিয়ে আমরা কখনও গবেষণা করিনি। বাংলাদেশকে একটি মানবিক সমাজে পরিণত করতে হলে তরুণদের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলানায়তনে ‘ঢাবি সাংস্কৃতিক উৎসব ২০১৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন ড. লীনা তাপসী খান, নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজোয়ানা চৌধুরী প্রমুখ। আরেফিন সিদ্দিক বলেন, সংস্কৃতি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সংস্কৃতিবোধ সম্পন্ন মানুষ ছাড়া আমরা ছাত্র-ছাত্রীদের দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে পারব না। দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা দরকার।
×