ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু আলিফ হত্যা

মা বিমানবন্দরে গ্রেফতার, জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৮:২৮, ১৭ জানুয়ারি ২০১৭

মা বিমানবন্দরে গ্রেফতার, জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ শিশু আলিফ (৩) হত্যা মামলায় পলাতক আসামি তার মা শায়লা শারমীন (৩১) এখন কারাগারে। রবিবার শায়লা লন্ডন থেকে বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দরে আসার পর গ্রেফতার হন। সোমবার তাকে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ শাহনাজ সুলতানার আদালতে হাজির করা হয়। জামিনের শর্ত ভঙ্গ করায় বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষে এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং বাদী পক্ষে আইনজীবী প্রাণনাথ মামলা পরিচালনা করেন। মামলার চার্জশীটে বলা হয়, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের চলা অবস্থায় ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর শায়লা এবং তার সন্তান আলিফকে স্বামী সামিরের গুলশানের বাড়ির বেড়রুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে শিশু আলিফকে মৃত ঘোষণা করা হয় এবং আসামি শায়লার অচেতন অবস্থায় চিকিৎসা চলতে থাকে। এ ঘটনায় শায়লার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জামাতা সামির হোসেন, সামিরের মা মনোয়ারা বেগম এবং ভাই শামীম হোসেন হীরা এবং বোন শামীম আরা টুকুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তদন্তকালে পরে আসামি শায়লা সুস্থ হয়ে স্বীকার করেন তিনি নিজে আত্মহত্যা এবং সন্তানকে হত্যার জন্য মাইলাম নামে ঘুমে ওষুধ খাইয়েছেন। ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম মা শায়লা শারমীনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। একই সঙ্গে সামির, শামীম এবং টুকুকে অব্যাহতি প্রদান করেন। ২০০৪ সালের ১৬ আগস্ট আসামির সঙ্গে গুলশানের ব্যবসায়ী মোঃ সামির হোসেনের সঙ্গে বিবাহ হয়। ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান আলিফের জন্ম হয়। বাদীর আইনজীবী প্রাণনাথ জানান, বাদীর আপত্তি নেই জানিয়ে আদালতকে ভুল বুঝিয়ে আসামির জামিন গ্রহণ করা হয়। এছাড়া আদালত ধার্য তারিখ পর্যন্ত এ আসামির জামিন মঞ্জুর করে। কিন্তু আসামি ধার্য তারিখে হাজির না হয়ে বার বার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থণা করেন। পরে আদালত জামিন বাতিল করেন।
×