ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে সঙ্গীত উৎসবে গুলি ॥ নিহত ৫

প্রকাশিত: ০৮:২৬, ১৭ জানুয়ারি ২০১৭

মেক্সিকোতে সঙ্গীত উৎসবে গুলি ॥ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ মেক্সিকোতে একটি সঙ্গীত উৎসবে এক বন্দুকধারী গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন। মেক্সিকোর কুইন্টানা রো রাজ্যের প্লেয়া ডেল কারমেন রিসোর্টের সঙ্গীত উৎসবে ‘ব্লু প্যারট’ ক্লাবে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। কুইন্টানা রোর এ্যাটর্নি জেনারেল মিগুয়েল এ্যানজেল পেচ বলেন, নিহতদের মধ্যে দুইজন কানাডীয়, একজন ইতালীয় এবং একজন কলম্বিয়ার নাগরিক রয়েছেন। তিনি আরও বলেন, নিহত অপরজন হলেন একজন মহিলা। তিনি বন্দুকধারীর হামলার পর পদদলিত হয়ে মারা যান। এর আগে বিপিএম উৎসবের কর্মকর্তারা ফেসবুকে এক বিবৃতিতে জানান, ব্লু প্যারট নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। তারা জানায়, গুলিতে নিহত তিনজন ক্লাবের নিরাপত্তারক্ষী। ক্লাবের ভেতরে অবস্থান করা লোকজনকে বাঁচাতে গিয়ে তারা নিহত হয়েছেন।
×