ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুরস্কার বিতরণ

ঢাবিতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ০৭:৪৪, ১৭ জানুয়ারি ২০১৭

ঢাবিতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ক্রিকেট টুর্নামেন্ট

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সমাজের মূল ধারায় নিয়ে এসে দেশের অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে অপরাজেয় বাংলাদেশ টুর্নামেন্টের আয়োজন করে। এতে ঢাকা শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে মেয়েদের ২ টি ও ছেলেদের ১২ টি মিলিয়ে মোট ১৪ টি দল অংশ নেয়। মেয়েদের গ্রুপে বস্তি শিক্ষা কেন্দ্র একাদশ ও ছেলেদের গ্রুপে ড্রপিং সেন্টার বয়েজ একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রমের পরিচালক আবুল হোসেন, অপরাজেয় বাংলার সহকারী পরিচালক আমেনা খাতুন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মেহের আফরোজ চুমকি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও সরকার গুরুত্ব দিচ্ছে। যার ফলে আজকে আমাদের এই আয়োজন।
×