ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিরগিজস্তানে তুরস্কের বিমান বিধ্বস্ত ॥ নিহত ৩৭

প্রকাশিত: ০৭:৩৯, ১৭ জানুয়ারি ২০১৭

কিরগিজস্তানে তুরস্কের বিমান বিধ্বস্ত ॥ নিহত ৩৭

জনকণ্ঠ ডেস্ক ॥ কিরগিজস্তানের প্রধান বিমানবন্দরের কাছের একটি গ্রামে সোমবার তুরস্কের মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৩৭ জন নিহত ও কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশার মধ্যে অবতরণের চেষ্টার পর বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপির। দেশের জরুরী সেবার মুখপাত্র মুহাম্মদ সারভ বলেন, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ডাকা-সু গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। নিহতের সংখ্যা বাড়তে পারে। বিমানটি হংকং থেকে বিশকেক হয়ে ইস্তান্বুল যাচ্ছিল। এতে কমপক্ষে তিনজন পাইলট ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এক পাইলটের লাশ পাওয়া গেছে। জরুরী সেবা মন্ত্রণালয় জানায়, বিমানটি বাড়িঘরের ওপর এসে বিধ্বস্ত হওয়ায় কমপক্ষে ৪৩টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি বাড়িঘরের ওপর বিধ্বস্ত হয়। এতে কয়েকটি পরিবারের সব সদস্য নিহত হয়। বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন অনেকে ঘুমাচ্ছিলেন।
×