ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৬:৫৭, ১৭ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

পোষা প্রাণী নেই ট্রাম্পের আর কিছুদিন পরেই হোয়াইট হাউসে প্রবেশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ২০ জানুয়ারি। কিন্তু একটি বিষয়ে অন্যদের থেকে ব্যতিক্রম থাকছেন ট্রাম্প। তিনি সঙ্গে করে কোন কুকুর বা অন্য কোন পোষা প্রাণী আনবেন না। এর আগে যারাই প্রেসিডেন্ট হয়েছেন, তাদের পশুপ্রেম দেখা গেছে। অনেকেই সঙ্গে করে নিজের পোষা কুকুর এনেছিলেন। অথবা ‘পেট মিউজিয়াম’ থেকে কুকুর নিয়েছিলেন। ওবামার দুই পোষ্য বো ও সানি আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের তেমন আবেগ নেই। তার বাড়িতে কোন কুকুর নেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত ১৫০ বছরে এমন ঘটনা ঘটেনি। -হাফিংটন পোস্ট মসজিদে আগুন, এক ব্যক্তি গ্রেফতার এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বেলভ্যু মসজিদে আগুন দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়ে আরও বলেছে, গত বছরের জুলাই মাসেও একই ব্যক্তি মসজিদে গিয়ে মুসল্লীদের হুমকি দিয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিটি গৃহহীন ও মানসিক রোগী। ওই ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবেই মসজিদের ক্ষতিসাধনের চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার গভীর রাতে এ অগ্নিকা- সংঘটিত হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
×