ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শরণার্থী গ্রহণ মেরকেলের বিপর্যয়কর ভুল ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ জানুয়ারি ২০১৭

শরণার্থী গ্রহণ মেরকেলের বিপর্যয়কর ভুল ॥ ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করে খুবই বিপর্যয়কর এক ভুল করেছেন। তিনি বলেন, মেরকেল ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জার্মানির এক হাতিয়ারে পরিণত হয়েছে। ট্রাম্প ব্রিটিশ ও জার্মান পত্রিকার সঙ্গে এক সাক্ষাতকারে তার পররাষ্ট্র নীতির লক্ষ্য বর্ণনা করছিলেন। খবর বিবিসির। আগামী মার্কিন প্রেসিডেন্ট টাইমস ও বিল্ড পত্রিকাকে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য আরও সুবিধাজনক বাণিজ্য চুক্তির বন্দোবস্ত করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার কাজে অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বের অবশিষ্টাংশের সঙ্গে বিশেষত চীনের সঙ্গে এর বাণিজ্য ঘাটতি কমাতে হবে। রাশিয়ার সঙ্গে এক সম্ভাব্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মার্কিন নিষেধাজ্ঞা হ্রাস করার বিনিময়ে পরমাণু অস্ত্র খুবই বাস্তব মাত্রায় হ্রাস করা এ চুক্তির অংশ হবে। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি ২০০৩ সালের ইরাক আক্রমণকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সম্ভবত সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত বলে নিন্দা করেন। তিনি বলেন, সিরিয়াতে নিরাপদ অঞ্চল সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্রদের সেই পদক্ষেপের ব্যয় মেটানো উচিত ছিল। ট্রাম্প যুক্তরাজ্য ও ব্রেক্সিট নিয়েও কথা বলেন। তিনি বলেন, যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গিয়ে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশগুলো তাদের নিজস্ব আত্মপরিচয় চায় এবং যুক্তরাজ্য-এর নিজস্ব আত্মপরিচয় চেয়েছিল। আরও দেশ একই পথ অনুসরণ করবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, মেরকেল খুবই এক বিপর্যকর ভুল করেছেন এবং তা হলো ঐসব অবৈধ ব্যক্তিদের গ্রহণ করা। তিনি যুক্তরাজ্যের গণভোটে ইইউ ত্যাগ করার পক্ষে রায় দেয়াকে অভিবাসী ইস্যুর সঙ্গে সম্পৃক্ত করে দেখান।
×