ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অক্সফামের প্রতিবেদনে বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্যের ভয়াবহ চিত্র

আট ধনীর হাতে অর্ধেক দরিদ্রের সম্পদ

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ জানুয়ারি ২০১৭

আট ধনীর হাতে অর্ধেক দরিদ্রের সম্পদ

বিশ্বের অতি ধনী ও সবচেয়ে দরিদ্রদের মধ্যে সম্পদের ব্যবধান আগের তুলনায় অনেক বেড়েছে। জনসংখ্যার অর্ধেকের বেশি সম্পদ মাত্র আটজনের হাতে রয়েছে। শীর্ষ ধনী বিলগেটস থেকে শুরু করে মাইকেল ব্লুমবার্গের কাছে বর্তমানে তিন শ’ ৬০ কোটি লোকের চেয়েও বেশি সম্পদ রয়েছে। সোমবার দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। এক বছর আগে ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পদের যে ব্যবধান ছিল তা এখন আরও বেড়েছে। এতে সমস্যা সমাধানে আরও সোচ্চার হতে নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যদি এটা সম্ভব না হয় তবে এ ধরনের বৈষম্যের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়তে থাকবে। একইভাবে গত বছরের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ও ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার মতো ভোটের পরিস্থিতি ব্যাপক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক উইনি বায়ানিয়ামা বলেন, রবিবার দাভোসে অর্থনৈতিক সম্মেলনে বলেন, যেখানে বিশ্বে প্রতি দশজনে একজনকে দৈনিক দুই ডলারের কম অর্থ নিয়ে বাঁচতে হচ্ছে। বৈষম্যের কারণে দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে কোটি কোটি মানুষ। সেখানে খুবই অল্পসংখ্যক মানুষের হাতে বেশিরভাগ সম্পদ পুঞ্জীভূত হওয়া দেখতে যেমন খারাপ দেখায় তেমনি এটি সামাজিক কাঠামো ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্যও হানিকর। অক্সফাম আশা করে যে, বৈষম্য দূর করতে রূপরেখা প্রণয়ন করা হবে। ধনীরা সম্পদ ও আয় উভয়ক্ষেত্রে উচ্চ করের আওতায় থাকবে। যাতে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়। এতে জনসেবা ও চাকরির সুযোগ সৃষ্টিতে তহবিল তৈরি করবে। ব্যবসায়ীদের করের ন্যায্য ভাগ শ্রমিকদের মজুরিতে ব্যয় হবে। অক্সফাম নীতি সম্পর্কিত উপদেষ্টা ম্যাক্স লসন ধনীদের সঠিক চিন্তা করার আহ্বান জানান। এজন্য বিলগেটসকে কর পরিশোধ করার জন্য আহ্বান করেন। আমাদের এমন কিছু ব্যবস্থা রয়েছে যাতে ধনীরা তাদের ক্লিনার বা সচিবের থেকেও কম কর পরিশোধ করে। এটা পাগলামি। ভারতের ১ শতাংশের হাতে ৫৮ শতাংশ সম্পদ ॥ অক্সফামের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আয়ের বৈষম্যের ক্ষেত্রে ভারতের এক শতাংশ ধনী লোক সেদেশের পুরো সম্পদের ৫৮ শতাংশের মালিক। এই হার বিশ্বের অন্যান্য দেশের আয় বৈষম্যের চেয়ে বেশি। অক্সফামের হিসাবে দেখা গেছে, দেশটির শীর্ষ ৫৭ জন বিলিওনিয়অরের মোট সম্পত্তির পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার।
×