ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৬ জানুয়ারি ॥ বান্দরবানের আলীকদম উপজাতী আবাসিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ। সোমবার সকালে জেলা শহরের মধ্যমপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে মানববন্ধনে করে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি লুসাই মং মার্মার সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, চাক স্টুডেন্টন্স অর্গানাইজেশনের কেন্দ্রীয় আহ্বায়ক থোয়াই ক্যাজাই চাক, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি শিমন্ত ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের মহিলাবিষয়ক সম্পাদিকা উলিপ্রু মার্মাসহ অনেকে। এ সময় বক্তারা কিশোরী ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত মিজানুর রহমান ও সাইফুল ইসলামের শান্তির দাবি করেন এবং বান্দরবানে গত কয়েক বছর ধরে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেন। গোদাগাড়ীতে ৪০ লাখ টাকার হেরোইন জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তে ৪০ লাখ টাকা মূল্যের দুই কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মৌলভী ক্যানেল পদ্মারচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করা হয়। রাজশাহী ১ বিজিবির অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান জানান, সকালে বিজিবির টহল কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্ব একটি দল গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন জব্দ করা হয়। হামলায় রাখাইন যুবক জখম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ জানুয়ারি ॥ মোষে ক্ষেতের ডাল নষ্ট করার ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছে রাখাইন নেতার ছেলে অংচান (৩৫)। সোমবার সকালে লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা রাখাইন পল্লীতে এ ঘটনা ঘটে। রাখাইন অংচানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পটুয়াখালী রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি বাবু উথাচিন তালুকদারের ডালক্ষেত পড়শি সুলতান হাওলাদারের মোষে নষ্ট করে দেয়।এর প্রতিবাদ করতে গেলে উথাচিনের ছেলে অংচানের ওপর হামলা চালায় সুলতান হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার ও তাদের এক রাখাল। দিনাজপুরে ৫ দোকান পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে অগ্নিকা-ে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, রবিবার রাত অনুমানিক ২টার সময় উপজেলার রাণীগঞ্জ বাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে নিপু ব্যানার্জি গালামালের দোকান, সাহেবের হাড়ি পাতিলের দোকান, জহির মোল্লার হাড়ি পাতিলের দোকান, রফিকের হাড়ি পাতিলের দোকান ও আফসার আলীর হাড়ি পাতিলের দোকান পুড়ে ছাই হয়েছে। জলঢাকা স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, জেলার জলঢাকা উপজেলার গোলমু-া ইউনিয়নের কাকড়ার চৌপথি আনছারিয়া গ্রামের নুরুল ইসলামের পোলট্রি ফার্মে অগ্নিকাণ্ডে এক হাজার মুরগি পুড়ে গেছে। রবিবার গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই ফার্মের কেয়ারটেকার আব্দুস সামাদ জানায়, ঘটনার সময় রাত প্রায় সাড়ে ১১টায় একটি বিকট শব্দ হয়ে ফার্মের মুরগিরঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
×