ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ কবি বন্দে আলী মিয়ার ১১১তম জন্মবার্ষিকী

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ জানুয়ারি ২০১৭

আজ কবি বন্দে আলী মিয়ার ১১১তম জন্মবার্ষিকী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৬ জানুয়ারি ॥ মঙ্গলবার শিশু সাহিত্যের নান্দনিক কবি বন্দে আলী মিয়ার ১১১তম জন্ম বার্ষিকী। ১৯০৬ সালের ১৭ জানুয়ারি পাবনা শহরের রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন কবি বন্দে আলী মিয়া। যথাযথ সংরক্ষণের অভাবে বিলীন হতে বসেছে কবি বন্দে আলী মিয়ার রেখে যাওয়া কর্ম। কবি বন্দে আলী মিয়া শিশুদের জন্য ১০৫টি শিশুতোষ গ্রন্থসহ ১৩৬টি বই রেখে গেছেন। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি বন্দে আলী মিয়া ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য ১৯৯০ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় কবি বন্দে আলীকে। ১৯২৩ খ্রিস্টাব্দে কবি বন্দে আলী মিয়া পাবনা শহরের রাধানগর মজুমদার একাডেমি থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯২৭ খ্রিস্টাব্দে কলকাতার বৌ-বাজারস্থ ইন্ডিয়ান আর্ট একাডেমি থেকে চিত্রবিদ্যায় উত্তীর্ণ হন। ১৯৩০ খ্রিস্টাব্দে কর্মের সন্ধানে ঘুরতে ঘুরতে কলকাতা কর্পোরেশন স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ২০ বছর চাকরি করে অবশেষে তিনি ১৯৫০ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন রাজশাহী বেতারে চাকরি করেছেন। এ সময় তিনি গল্পের দাদু নামের শিশুদের অনুষ্ঠান করতেন। ১৯৭৯ সালের ২৭ জুন ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীর কাজিরহাট অঞ্চলের বাসভবনে ইন্তেকাল করেন কবি। পরিবেশ অধিদফতরে ইটভাঁটি বিষয়ক সভা বাংলাদেশে ইটশিল্পের বিকাশ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাঁটি বন্ধ, কৃষি জমির টপ সয়েল ও জ্বালানি কাঠ ব্যবহার করে ইট প্রস্তুত হ্রাসের লক্ষ্যে আলোচনার মাধ্যমে সমন্বিত কর্মকৌশল নির্ধাণে সোমবার পরিবেশ অধিদফতরে সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিভাগের আওতাধীন ১৩ জেলার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশে প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদফতরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক আলমগীর। -বিজ্ঞপ্তি
×