ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেম্বারদের অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৭

মেম্বারদের অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম খানের বিরুদ্ধে একই ইউনিয়নের ১১ মেম্বার অর্থ আত্মসাত ও অসদাচারণসহ বিভিন্ন অভিযোগ এনেছেন। মেম্বাররা এসব অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত পরিষদের কার্যক্রমে অংশ নেয়ায় অনিহা প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এসব অভিযোগের জবাব দেয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মেম্বারদের স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান রেজুলেশন খাতায় পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল করেছেন। প্রতি ওয়ার্ডে টিউবওয়েল এবং ভিজিডি দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা তুলেছেন। জন্ম নিবন্ধনের টাকা ব্যাংকে জমা দেয়া হয়নি। এলসিবিসি প্রকল্পের টাকা তুলে আত্মসাত করেছেন। ওয়ার্ড পর্যায়ে হোল্ডিংকার্ড বিতরণ করে অনেক টাকা পকেটস্থ করেছেন। এছাড়া গত ১১ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ভিজিডি বাছাই কাজে মেম্বারদের উপস্থিত হতে দেয়া হয়নি। মেম্বারদের স্বাক্ষরিত এ অভিযোগ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়া হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী জানান, সাত দিনের মধ্যে এসব অভিযোগের লিখিত জবাব দেয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। সমস্ত অভিযোগের সত্যতা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম খান এ বিষয়ে জানান, মেম্বারদের কেউ ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ জানুয়ারি ॥ জেলা ট্রাক, ট্যাংক, লরি সমিতির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। রবিবার রাতে সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন শহরে তাঁর কলেজপাড়ার বাসভবনে ফুলের তোড়া দিয়ে নবাগতদের বরণ করে নেন। এ সময় জেলা ট্রাক, ট্যাংক, লরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জয়নুদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ ভুট্টু মিয়া, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানি কাচ্চু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দফতর সম্পাদক হারুন-অর-রশিদ ভূঁইয়া, অফিস সচিব মহেশ চন্দ্র রায়, রাজু আহম্মেদ খাঁসহ শতাধিক নেতা-কর্মী জানান, তাঁরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। উলিপুরে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর ও থেথরাই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অর্থদ- প্রদান করে। উলিপুর উপজেলার থেথরাই বাজারে মেয়াদোতীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে মা ফার্মেসিকে ৫ হাজার টাকা, কৃত্রিম রং ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের অপরাধে তিস্তা হোটেলকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
×