ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে পুলিশের গুলিতে নিহতের লাশ হস্তান্তর

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ জানুয়ারি ২০১৭

নরসিংদীতে পুলিশের গুলিতে নিহতের লাশ হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ জানুয়ারি ॥ পুলিশের গুলিতে নিহত জালাল মিয়ার লাশ সোমবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে রায়পুরা উপজেলার দুর্গমচর এলাকা নিলক্ষা ইউনিয়নের সুটকিকান্দা গ্রামে খালেকশাহ’র মাজারে উরস ও বাউল গানের আয়োজন করে এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ওই গ্রামে গিয়ে উরস অনুষ্ঠান ও বাউল গান বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই ওই গ্রামের দুদু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী জালাল মিয়া নিহত হয়। এ সময় উত্তেজিত গ্রামবাসীর টেঁটা হামলায় রায়পুরা থানার এসআই রইজুল আলমসহ ৬ পুলিশ টেঁটাবিদ্ধ হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে গ্রেফতার এড়াতে গ্রামবাসী পালিয়ে গেলে নিহত জালাল মিয়ার লাশ অনেক রাত পর্যন্ত ঘটনাস্থলে পড়ে থাকে। পরে রাতেই নিহতের মা সাফিয়া খাতুন ও ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় নিহতের মা সাফিয়া খাতুন তার ছেলে হত্যার জন্য পুলিশকে দায়ী করে তাদের বিচার দাবি করেন। নিহতের মা ও অন্তঃসত্ত্বা স্ত্রী কান্নাকাটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবত নিলক্ষা ইউনিয়নের আধিপত্য নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ, মামলা পাল্টা মামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুরসহ সংঘর্ষ চলে আসছে। ইতোপূর্বে দ’দলের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে চার গ্রামবাসী ঘটনাস্থলেই নিহত হয়।
×