ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতে কাহিল কুড়িগ্রামের শিশু-বৃদ্ধ

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ জানুয়ারি ২০১৭

শীতে কাহিল কুড়িগ্রামের শিশু-বৃদ্ধ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কনকনে ঠা-ায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমালয়ের পাদদেশীয় এ অঞ্চলের হতদরিদ্র আট লাখ মানুষ কনকনে ঠা-া আর হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে। রাত থেকে সকাল ১১টা পর্যন্ত বৃষ্টির মতো টপটপ কুয়াশা পড়ে। ঠা-ার কারণে দিনমজুর শ্রেণীর মানুষ জমিতে কাজে যেতে পারছে না। সদর হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধরা ভর্তি হচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম জানান, তীব্র শীতের কারণে হাইপার টেনশন, শ্বাস কষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। হাসপাতালের আউটডোর ও ইনডোরে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তীব্র শীতে আগাম জাতের আলু ও ধানের চারায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগ কৃষকদের বীজ তলায় সম্পূরক সেচ ও ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। কুড়িগ্রাম আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। শৈত্যপ্রবাহ আরও তিনদিন স্থায়ী থাকবে। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত ৩৫ হাজার কম্বল বরাদ্দ পেয়েছে তা জেলার ৯টি উপজেলায় বিতরণ করা হয়েছে। সভাপতি বাবলু সম্পাদক টগর মাগুরা বারের নির্বাচন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ জানুয়ারি ॥ রবিবার মাগুরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে শফিকুল ইসলাম বাবলু, সহ- সভাপতি পদে কুমুদ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে এ এন এম শাহেদ হাসান টগর, যুগ্ম সম্পাদক সমর জোয়ারদার, যুগ্ম সম্পাদক জাকির হোসেন ম-ল, হিসাব নিরীক্ষক আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ অমিত মিত্র, গ্রন্থাগারিক নুরুজ্জামান শাহিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অজেদা সিদ্দিকী, নির্বাহী সদস্য ৬টি পদে দেবব্রত কুমার শিকদার দেবু, মশিয়ার রহমান, মকবুল হোসেন, মিতা খাতুন, রওশন আক্তার বিউটি, হারুনার রশীদ নির্বাচিত হয়েছেন।
×