ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় কলেজ শিক্ষক হত্যার কিনারা হয়নি

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ জানুয়ারি ২০১৭

খুলনায় কলেজ শিক্ষক হত্যার কিনারা হয়নি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নিজের ভাড়া বাসায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যাকা-ের ঘটনার সঠিক কারণ এখনও উদঘাটিত হয়নি। শনিবার রাতে নগরীর শেরেবাংলা রোডের আমতলা মোড়ের দ্বিতল বাড়ির নিচতলার বাসায় খুন হন খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়া এলাকার শহীদ শেখ আবু কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের এই শিক্ষক (প্রভাষক)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তার হাত-পা মুখ বাঁধা লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আকস্মিক অনাকাক্সিক্ষত এই মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী, কন্যাসহ স্বজনদের আহাজারি চলছে। এদিকে এ ঘটনায় নিহতের ছোট ভাই সুবল বাইন বাদী হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ করে সোমবার খুলনা থানায় মামলা করেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কলেজশিক্ষক সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিল বকচর গ্রামের ললিত বাইনের ছেলে। পরিচিতদের কাছে তিনি সজ্জন ও বিনয়ী ব্যক্তি ছিলেন। ক’দিন আগে তার স্ত্রী লাকী গাইন দুই শিশু সন্তানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। ঘর ফাঁকা থাকবে ভেবে যাওয়ার আগে স্ত্রী সকল স্বর্ণালংকার অন্যত্র রেখে যান। বাইরের যাবতীয় কাজ সেরে অন্য দিনের মতো শনিবার রাতে শেরে বাংলা রোডের আমতলার মোড় এলাকার ভাড়া বাসায় আসেন শিক্ষক চিত্তরঞ্জন বাইন। রবিবার সকালে স্ত্রী লাকি একাধিকবার স্বামীর মোবাইল ফোনে কল দিলেও তা রিসিভ হয়নি। এ ঘটনায় লাকী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাবা রতন গোলদারকে বিষয়টি জানান। লাকির বাবা এবং অন্য অত্মীয়রা সেখানে গিয়ে চিত্তরঞ্জনকে ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়া না পেয়ে ঘরের আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে দেখতে পান ঘরের জানালার গ্রীল কাটা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
×