ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় ওষুধসহ পাসপোর্টধারী আটক

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ জানুয়ারি ২০১৭

ভারতীয় ওষুধসহ পাসপোর্টধারী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলিতে ভারতীয় ৫৯ প্রকারের ওষুধসহ তিন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রবিবার বিকেলে ওই তিনজন হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরা হলো, ঢাকার ধামরাই থানার আমরাইল গ্রামের দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির ধীপুর গ্রামের কাওছার শেখ ও মানিকগঞ্জ সদরের খোনা গ্রামের শংকর দাস। সোমবার সকাল ১১টায় হিলি সিপি বিজিবি ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, আটককৃত তিনজন পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে। তারা কৌশলে কয়েকটি ব্যাগে করে ভারতীয় ৫৯ প্রকারের ওষুধ নিয়ে শ্যামলী পরিবহনে চড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। সংবাদ পেয়ে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা হিলির রাজধানী মোড়ে শ্যামলী পরিবহন থেকে তাদের আটক করে। উদ্ধার ওষুধের দাম প্রায় ৪০ লাখ টাকা। এরা নিয়মিত পাসপোর্টে ভারতে যাতায়াত করে। এইভাবে তারা ভারত থেকে অবৈধভাবে ওষুধসহ বিভিন্ন মালামাল পাচার করে আনে। প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৬ জানুয়ারি ॥ সোমবার সকালে ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি ওই ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী, সায়েরা সাফায়েত স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম ওয়াসেক আল আমিন শিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক উপজেলায় পাঁচ নারী কর্তা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সরকারী চাকরিতে নিয়োজিত হয়ে ডোমার উপজেলায় নির্বাহী কর্মকর্তাসহ পাঁচ নারী সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করছে। এই পাঁচ নারী হলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম। ৩২টি দফতরের মধ্যে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি দফতরের এই পাঁচ নারী তাদের যোগ্যতা প্রমাণ করে দায়িত্ব পালন করছেন। এলাকার উন্নয়নে এই পাঁচ নারী এক প্রান্ত হতে অপর প্রান্ত ছুটে চলেছেন প্রতিদিন।
×