ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশিত: ০৬:৩২, ১৭ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাসের চাপায় একই পরিবারের চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট চেয়ারম্যানের মোড়ে কমফোর্ট পরিবহনের একটি বাস যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই শিশুসহ ৪ জন নিহত হয়। নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের আজাদ শেখ (৪০), তার স্ত্রী শিখা বেগম (৩৫) এবং তাদের নাতি রাজু (১৩) ও তামান্না আক্তার (৭)। গুরুতর আহত হাসিবুর ও শিশু রনিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফকিরহাট এলাকায় বসবাসকারী আজাদ শেখ নিজে ভ্যান চালিয়ে তার স্ত্রী শিখা বেগমসহ তিন নাতি রাজু (১৩), তামান্না (৮) ও রনিকে (১১) নিয়ে চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের জামাইবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হাসিবুর রহমান নামের আরেক যাত্রীকে ভ্যানে তোলে আজাদ শেখ। এ সময় ফকিরহাটের কাঠালতলা রাস্তা দিয়ে কাকডাঙ্গা চেয়ারম্যানের মোড়ে থেকে ভ্যানটি বাগেরহাট-মাওয়া মহাসড়কে উঠলেই চট্টগ্রামগামী কমফোর্ট পরিবহনের বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। বরিশালে নিহত ২ স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, জেলার বাবুগঞ্জ উপজেলার বকুলতলা নামস্থানে সোমবার দুপুর সাড়ে ১২টায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামের কাঞ্চন বালা (৬৫) ও শাহনাজ বেগম (৫৫)। শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন হুমায়ুন কবির, খলিলুর রহমান ও রিমি। লক্ষ্মীপুরে দুই আরোহী নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে চালক-যাত্রীসহ দু’জন নিহত হয়েছে। সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন এমরান হোসেন জুয়েল (১৬) ও শরীফ উদ্দিন (২৮)। স্থানীয় লোকজন জানায়, ঘটনার সময় ফরাশগঞ্জ গ্রামের রাস্তায় দু’দিক থেকে দ্রুতগামী দু’টি মোটরসাইকেল আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী এমরান হোসেন জুয়েল ছিটকে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই মোটরসাইকেলের চালক শরিফ উদ্দিনের গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। রাত ১০টার দিকে ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। গাজীপুরে যুবক স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, টঙ্গীর বিশ্ব এজতেমা থেকে বাড়ি ফেরার পথে সোমবার বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। তার নাম মোঃ বাইতুল্লাহ (২৩)। সে রংপুরের পীরগাছা থানার শিবদেবচর এলাকার আবু বক্করের ছেলে। জানা গেছে, টঙ্গীর বিশ্ব এজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিয়ে বাইতুল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখান থেকে সোমবার ভোরে রংপুরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় সে। পথে সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস চাপা দেয়। রাজশাহীতে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, নগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া এলাকায় সিটি বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ীর নাম আনিসুর রহমান (৬০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। রবিবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ আরো তিনযাত্রী। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, একই এলাকার নাইমুলের ছেলে সোহেল (৩৫), আলতাফ আলীর ছেলে তৈয়মুর (৪৫) ও অটোরিক্সার চালক ঠাকুরমারা এলাকার আবু সাঈদ (১৭)।
×