ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আব্দুল কাহার আকন্দকে চুক্তিতে পুলিশের অতিরিক্ত ডিআইজি নিয়োগ

প্রকাশিত: ০৬:৩০, ১৭ জানুয়ারি ২০১৭

আব্দুল কাহার আকন্দকে চুক্তিতে পুলিশের অতিরিক্ত ডিআইজি নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে চুক্তিতে এক বছরের জন্য পুলিশের অতিরিক্ত ডিআইজি নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। কাহার আকন্দ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) হিসেবে চুক্তিতে নিয়োজিত ছিলেন। গত ১১ জানুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তিভিত্তিক নিয়োগ ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যামামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বেও রয়েছেন কাহার আকন্দ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কাছে ছিনতাইকারীদের হাতে নিহত যুগ্ম-সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যা মামলা, মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে নিহত সার্জেন্ট আহাদ মামলারও তদন্তের দায়িত্ব পালন করেছেন এ কর্মকর্তা। স্বজন হারানোয় আহাজারি ঘন কুয়াশার মধ্যে তুরস্কের একটি মালবাহী বিমান সোমবার কিরগিজস্তানের প্রধান বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে রাজধানী বিশকেকের কাছে ডাকা-সু গ্রামে বিধ্বস্ত হয়। এতে অন্তত ৩৭ জন নিহত হয়। ঘটনাস্থলে স্থানীয় দুই নারী বীভৎস দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। -এএফপি লড়াইয়ের ষাঁড়... ভারতের তামিলনাড়ু রাজ্যে মকরক্রান্তি উৎসব পালনে অবধারিত আয়োজন ষাঁড়ের লড়াই। এ উপলক্ষে অংশগ্রহণকারীরা রবিবার ষাঁড় নিয়ে মাদুরাইয়ের উপকণ্ঠের দিকে যাচ্ছেন। যদিও এবারের ষাঁড়ের লড়াইয়ের ওপর সুপ্রীমকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, এই খেলা পশু নির্যাতনের শামিল। -এএফপি
×