ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রসরাজের অন্তর্বর্তী জামিন, আজ মুক্তি

প্রকাশিত: ০৬:৩০, ১৭ জানুয়ারি ২০১৭

রসরাজের অন্তর্বর্তী জামিন, আজ মুক্তি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে রসরাজের। ব্রাহ্মণবাড়িয়া কারাগার কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টা নাগাদ কাগজপত্র না পাওয়ায় তাকে মুক্তি দেয়নি। কারাগারের একটি সূত্র জানিয়েছে, জামিনের কাগজপত্র না আসায় কারাগার থেকে মুক্তি দেয়া যায়নি। কাগজপত্র আসলে মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হবে। তবে কোর্ট ইন্সপেক্টর জানিয়েছেন, শেষ বেলায় আদালত থেকে তার জামিন আদেশ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পাঠানোর কথা রয়েছে। ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় কারাগারে আটক রসরাজ দাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। তার উপস্থিতিতে সোমবার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাঈল হোসেনের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট নাসির মিয়া। সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি এ্যাডভোকেট এসএম ইউসুফ। গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।
×