ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিপি টম ইয়াম চিকেনের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:২৯, ১৭ জানুয়ারি ২০১৭

সিপি টম ইয়াম চিকেনের মোড়ক উন্মোচন

সিপি ফাইভ স্টার (ঈচ ঋরাব ঝঃধৎ) বাংলাদেশে নিয়ে এলো সম্পূর্ণ থাই স্বাদের টম ইয়াম ফ্রাইড চিকেন (ঞড়স ণঁস ভৎরবফ পযরপশবহ)। সোমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে খাবারটি অবমুক্ত করেন সিপি গ্রুপের ভাইস চেয়ারম্যান নুথারক্রিত শিভাশ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিপি গ্রুপের ভাইস চেয়ারম্যান নুথারক্রিত শিভাশ্রী বলেন, আমাদের বিশ্বাস বাংলাদেশে সিপি চিকেন তাদের জনপ্রিয়তা অটুট রাখবে। অন্যান্য চিকেন আইটেমগুলোর মতোই টম ইয়াম ফ্রাইড চিকেন জনপ্রিয়তা পাবে। সিপি বাংলাদেশ কোং লি.-এর প্রেসিডেন্ট সুচাত সুন্তিপাদা বলেন, বাংলাদেশে সিপির পরিসর আমরা আরও বৃদ্ধি করব। সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করেই আমাদের পরিকল্পনা সাজাব। -অর্থনৈতিক রিপোর্টার বাণিজ্যমেলায় সুপারমম স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডায়াপার ব্র্যান্ড ‘সুপারমম’র সৌজন্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মা ও শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ সেবার ব্যবস্থা। শিশুদের বুকের দুধ খাওয়ানো এবং ডায়াপার পরিবর্তনের সুবিধা এই বিশেষ স্টলে দেয়া হচ্ছে ফ্রি ডাক্তারি পরামর্শ। ‘সুপারমম বেবি এ্যান্ড মাদার কেয়ার জোন’ নামে পরিচিত স্টলটি ৪৫ নং প্যাভিলিয়নের পাশে অবস্থিত। অতীতে মেলায় নবজাতক ও শিশুদের বুকের দুধ খাওয়ানো বা ডায়াপার বদলানোর জন্য বিশেষ কোন সুবিধা না থাকায় অভিভাবকদের বিষয়টি নিয়ে ভোগান্তি পোহাতে হতো। যে কারণে তারা নিশ্চিন্তে মেলা উপভোগ করতে পারতেন না। সেসব বিড়ম্বনা থেকে তাদের মুক্তি দিতেই স্কয়ার টয়লেট্রিজ ও সুপারমম বিনামূল্যে বিগত তিন বছর ধরে এ ধরনের সেবার ব্যবস্থা করেছে। পাশাপাশি সার্ভিস নিতে আসা মায়েদের মাঝে বিনামূল্যে সুপারমম বেবি ডায়াপারের স্যাম্পল বিতরণ করা হচ্ছে। -বিজ্ঞপ্তি
×