ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা আজ

প্রকাশিত: ০৬:২৯, ১৭ জানুয়ারি ২০১৭

উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘বর্তমান সরকারের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ ব্যাংক শাখা এ আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির, ডেপুটি গবর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান, সিতাংশু কুমার সুর চৌধুরী ও এসএম মনিরুজ্জামান, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান। সভায় প্রতিপাদ্য বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. একে আব্দুল মোমেন। বাংলাদেশী ব্যবসায়ীদের প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায় ভারত অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের ব্যবসায়ীদের আরও এগিয়ে নিতে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সঙ্গে ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (আইএমসিসিআই) প্রতিনিধি দলের বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ভারতের পক্ষে আইএমসিসিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খানের নেতৃত্বে ১৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ও সংগঠনের সচিব হোসেন জামিলসহ ব্যবসায়ীরা ছিলেন। ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, আমাদের দেশে ব্যবসায়ীদের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। আমরা বাংলাদেশের ব্যবসায়ীদেরও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই।
×