ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশ থেকে হুন্ডি বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়তা চেয়ে চিঠি

প্রকাশিত: ০৬:২৮, ১৭ জানুয়ারি ২০১৭

বিদেশ থেকে হুন্ডি বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়তা চেয়ে চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে মোবাইল ব্যাংকিংয়ের ‘ভুয়া এজেন্ট’ খুলে প্রবাসীদের থেকে অর্থ সংগ্রহ করে একটি জালিয়াত চক্র। এরপর সেই অর্থ তারা হুন্ডি করে দেশে পাঠায়। কিছু দিন ধরে অবৈধভাবে প্রবাসীদের আয় পাঠানোর প্রভাব পড়েছে রেমিটেন্সে। এ অবস্থায় এটি বন্ধ করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি এই লক্ষ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়তা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি অনুমোদন ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের নাম করে প্রবাসীদের থেকে অর্থ সংগ্রহ করছে। পরে এইসব অর্থ ব্যাংক বহির্ভূত চ্যানেলের মাধ্যমে দেশে পাঠাচ্ছে। ওই জালিয়াত চক্রের এ অবৈধ কার্যক্রম বন্ধে বাংলাদেশী দূতাবাস ও মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, কিছু অসাধু ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট খুলে প্রবাসীদের থেকে অর্থ সংগ্রহ করছে। পরে তা অবৈধভাবে দেশে প্রেরণ করা হচ্ছে। যার কারণে রেমিটেন্স প্রবাহ কমছে, দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, এটি বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি আমরা। চিঠিতে বাংলাদেশী দূতাবাস ও মিশনের মাধ্যমে এসব এজেন্টের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এর আগে গত বুধবার পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশিদের সই করা এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের নম্বর ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সম্প্রতি এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ। চেয়ারম্যান জানান, ২০১৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এ সাফল্য অর্জনের জন্য গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ব্যবসার চলমান অগ্রগতি ধরে রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ। এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল, সিমেন্স হোম এ্যাপ্লায়েন্স, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড, এডিসন লজিস্টিকস, এডিসন প্রোপার্টিজ, এডিসন কমিউনিকেশনস এবং এডিসন ফুটওয়্যার লিমিটেডের প্রায় ১০০০ জন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×