ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুব শূটিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:২৭, ১৭ জানুয়ারি ২০১৭

যুব শূটিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ঢাকার গুলশান জাতীয় শূটিং কমপ্লেক্সে শেষ হলো ‘হামিদুর রহমান ইয়ুথ শূটিং চ্যাম্পিয়নশিপ’-এর খেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিকেএসপি শূটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব রানার্সআপ হয়েছে। সমাপনী দিনে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ১০ মিটার এয়ার পিস্তলে (পুরুষ) বিকেএসপি শূটিং ক্লাবের পিয়াস হোসেন স্বর্ণ, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের রহিম মিয়া রৌপ্য, পাবনা রাইফেল ক্লাবের কাওসার ইসলাম সৌরভ তাম্র; একই ইভেন্টের মহিলা বিভাগে বিকেএসপি শূটিং ক্লাবের নিলুফা ইয়াসমিন স্বর্ণ, একই ক্লাবের তুরিং দেওয়ান রৌপ্য, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের মারজাহান আক্তার লাইজু তাম্র; ১০ মিটার এয়ার রাইফেলে (মহিলা) বিকেএসপি শূটিং ক্লাবের জুঁই চাকমা স্বর্ণ, গুলশান শূটিং ক্লাবের আমিরা হামিদ রৌপ্য, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের মায়েদা মমতাহিনা তাম্র এবং একই ইভেন্টের পুরুষ বিভাগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রবিউল ইসলাম স্বর্ণ, বিকেএসপি শূটিং ক্লাবের আবু সুফিয়ান রৌপ্য ও একই দলের অর্ণব সারার লাদিফ তাম্রপদক লাভ করে। বিজয় দিবস টেনিসে শেষ চারে পপি স্পোর্টস রিপোর্টার ॥ ‘এআইইউবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’য় সোমবার পুরুষ এককের খেলায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় বিকেএসপির মো. ইশতিয়াককে, নরডিক ক্লাবের আলমগীর হোসেন বিসিএস প্রশিক্ষণ একাডেমির হানিফ মুন্নাকে, এলিট টেনিস একাডেমির কাউসার আলী আমেরিকান ক্লাবের আরিফ হোসেনকে, ব্রিটিশ হাইকমিশন ক্লাবের রুবেল হোসেন বিকেএসপির অর্ণব সাহাকে, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আনোয়ার হোসেন একই ক্লাবের আখতার হোসেনকে, এলিট টেনিস একাডেমির ফারুক হোসেন জাতীয় টেনিস কমপ্লেক্সের রফিকুল ইসলামকে এবং পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারী সাতক্ষীরা টেনিস ক্লাবের শেখ হাসিবুল হককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এবং মহিলা এককে বিকেএসপির পপি আক্তার ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেনকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। বিকেএসপির বড় জয় যুব হকিতে স্পোর্টস রিপোর্টার ॥ ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’য় সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলা ৫-১ গোলে গাজীপুর জেলাকে, বিকেএসপি ১১-০ গোলে টাঙ্গাইল জেলাকে এবং রাজশাহী বিভাগ ১-০ গোলে মানিকগঞ্জ জেলাকে হারায়। বিজয় দিবস কাবাডিতে জেল-বিজিবি জয়ী স্পোর্টস রিপোর্টার ॥ ‘বিজয় দিবস কাবাডিতে সোমবার পল্টনের কাবাডি স্টেডিয়ামে ২টি খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জেল ২টি লোনাসহ ৪৩-৩৩ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে এবং বিজিবি ৩টি লোনাসহ ৪৭-১৫ পয়েন্টে বাংলাদেশ হারায়। জুনিয়র কুস্তিতে খুলনা ও রাজশাহী চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তিতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। বালক বিভাগে চ্যাম্পিয়ন খুলনা জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে ৪টি স্বর্ণপদক। এ বিভাগে রানার্সআপ যশোর পায় ১টি স্বর্ণ ও ২টি রৌপ্যপদক। একটি স্বর্ণপদক পেয়ে তৃতীয় হয় রংপুর জেলা ক্রীড়া সংস্থা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে ৩টি স্বর্ণ ও ২টি তাম্রপদক। রানার্সআপ নড়াইল জেলা পায় ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্রপদক।
×