ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রশংসায় নিউজিল্যান্ড অধিনায়ক

প্রকাশিত: ০৬:২৬, ১৭ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের প্রশংসায় নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ওয়েলিংটন টেস্ট ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। মুশফিকুর রহীমের দল দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ১-০তে। তবে প্রথম ইনিংসে সাকিব আল-হাসান (২১৭), মুশফিক (১৫৯), তামিম ইকবালদের (৫৬) দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন স্বাগতিক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলে যিনি নিজেই সফরকারীদের ড্রয়ের শেষ আশাটুকুও শেষ করে দিয়েছেন। উইলিয়ামসন বলেন, ‘বাংলাদেশ দলকেও কৃতিত্ব দিতে হবে। প্রথম ইনিংসে তারা আমাদের বোলারদের চাপে রেখেছিল। তবে দ্বিতীয় ইনিংসে আমরা টেস্টের কিছুটা নিয়ন্ত্রণ নিতে পেরেছি। মুশফিকুর রহিমের মতো একজন ব্যাটসম্যানকে মাথার ইনজুরির কারণে হারানোটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় ছিল। তবে আমাদের বোলাররা দ্বিতীয় ইনিংসে বল হাতে বেশ ভাল করেছে। মাঠ কিছুটা আর্দ্র ছিল। সে কারণে সবাই বল করে সুবিধা পাচ্ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ প্রথম ইনিংসে প্রায় ৬০০ রান পেয়েছে। তারপর তাদের বোলাররা আমাদের বেশ পরীক্ষা নিয়েছে। ল্যাথামকেও কৃতিত্ব দিতে হবে। তার অসাধারণ সেঞ্চুরির কারণে প্রথম ইনিংসে আমরা বেশি রান পেয়েছি।’ ওয়েলিংটনের কন্ডিশনের বিষয়টি উল্লেখ করে উইলিয়ামসন বলেন, ‘এই মাঠে তাড়া করে জেতাটা বেশ কঠিন। কিছু কিছু ক্ষেত্রে তো খুবই কঠিন ছিল। তাড়া করতে নেমে আমি সেঞ্চুরি পেয়েছি, ভাল লাগছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল জুটি গড়াটা। রস টেইলরের সঙ্গে আমার জুটিটাই আমাদের মোমেন্টাম দিয়েছে। ২১৭ রান তাড়া করে ব্যাটিং ইউনিটের মাধ্যমে জয় পাওয়াটা সত্যিই আনন্দের। নিশ্চিত করে বলতে পারি যে আমাদের পরিকল্পনা জয়ের জন্যই ছিল। তবে এই মাঠে বাংলাদেশকে অলআউট করাটা কঠিন কাজ ছিল। বোলাররা আমাদের সেই কঠিন কাজটি করে দিয়েছে। রান তাড়া করে জয়ের সুযোগ এনে দিয়েছে।’ তিনি আরও বলেন,‘আবহাওয়ার কথা বিবেচনা করলে আমি মনে করি, ওরা প্রথম ইনিংস আমাদের চেয়ে ভাল সামলেছে। এমন নরম, স্যাঁতসেঁতে উইকেটে ওরা চমৎকার ব্যাটিং করেছে। বৃষ্টির আনাগোনা আর অন্ধকারের মধ্যে চমৎকার খেলেছে।’ সাবেক অধিনায়ক ও বর্তমান নিউজিল্যান্ড দলের অন্যতম ব্যাটিং-স্তম্ভ রস টেইলরও টাইগারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেন, ‘আমার মতে তারা (বাংলাদেশ) যেভাবে খেলছে তা অসাধারণ। বিদেশের মাটিতে তারা খুব বেশি খেলেওনি যে খুব অভিজ্ঞ হয়ে উঠবে। বিদেশে যত বেশি খেলবে ততই তারা আরও ভাল দল হয়ে উঠবে।’ তিনি আরও যোগ করেন, ‘সাকিব সবসময়ই একজন বিশ্বমানের খেলোয়াড়। সব মিলিয়ে এই টেস্টে হারলেও বাংলাদেশের ক্রিকেটের শক্তির কথা জানান দিচ্ছে।’
×