ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল রুমানারা

প্রকাশিত: ০৬:২৫, ১৭ জানুয়ারি ২০১৭

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল রুমানারা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে প্রথম ইনিংসে প্রায় ছয় শ’ রান করার পরও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ওয়েলিংটন টেস্ট হেরে মুশফিকুর রহীমের দল যখন বেদনাহত, দেশের মাটিতে তখন দারুণ এক জয় পেল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকা নারীদের ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে টিকে থাকল রুমানা আহমেদরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ প্রমীলা দল ১ ওভার আগেই ১৩৬ রানে গুটিয়ে যায়। এরপর ৩১.২ ওভারে প্রতিপক্ষকে ১২৬ রানে অলআউট করে তুলে নেয় দারুণ এই জয়। দুরন্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন খাদিজাতুল কুবরা। ক্যারিয়ারসেরা ৪ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন ডানহাতি এই অফস্পিনার। প্রথম দুই ম্যাচে ৮৬ ও ১৭ রানে হেরেছিল বাংলাদেশ নারী দল। বুধবার একই ভেন্যুতে চতুর্থ ওয়ানডে। ছোট লক্ষ্য তাড়া করেতে নেমে ব্যাট হাতে একপ্রান্তে অবশ্য ঝড় তোলেন লিজেলি লি। ৩১ বলে ৯ চার ও এক ছক্কায় ৪৬ রান করেন তিনি। কিন্তু অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে রুমানার দল। ১৫তম ওভারে ৬৭ রানে ৭ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। সেখান থেকে প্রতিরোধ গড়েন ড্যান ফন নিকার্ক। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি লোয়ার অর্ডার। ৬৫ বলে ৬টি চারে ৪২ রানে অপরাজিত থাকেন অতিথি অধিনায়ক। আগের ম্যাচের ৫৬ রানে ৪ উইকেট ছিল কুবরার ক্যারিয়ার সেরা। এই ম্যাচে ৪ উইকেট নিতে তিনি খরচ করেছেন মাত্র ৩৩ রান। লি, নিকার্ক ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। এর আগে ব্যাট করতে নেমে অভিষিক্ত শারমিন সুলতানার (২১) সঙ্গে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ভাল সূচনা এনে দেন শারমিন আক্তার (১৭)। ৪২ রানের জুটি গড়ে ৫ রানের মধ্যে দু-জনের বিদায়ে চাপে পড়ে স্বাগতিকরা। সানজিদা ইসলাম (১৬) ও অধিনায়ক রুমানা (২৮) দলকে ৩ উইকেটে ১০৪ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যান। তবু ৩২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৩৬-এ থেমে যেতে হয়। নিগার সুলতানার (২১) দৃঢ়তায় চ্যালেঞ্জিং পুঁজি পায় স্বাগতিকরা। স্কোর ॥ বাংলাদেশ ॥ ১৩৬/১০ (৪৯ ওভার; শারমিন সুলতানা ২১, শারমিন আকতার ১৭, সানজিদা ১৬, রুমানা ২৮, নিগার ২১, সালমা ০, লতা ০, পান্না ৬; কেপ ২/১৮, নিকার্ক ২/১৮, লুস ২/২৯) দ. আফ্রিকা ॥ ১২৬/১০ (৩১.২ ওভার; লি ৪৬, প্রিজ ৮, টিয়ন ৪, নিকার্ক ৪২*, খাকা ৬, ক্রিস্টেন ৫; কুবরা ৪/৩৩, জাহানারা ২/২১, পান্না ২/২৫, সালমা ১/১৯) ফল ॥ বাংলাদেশ নারী দল ১০ রানে জয়ী ম্যাচসেরা ॥ খাদিজাতুল কুবরা সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে দ. আফ্রিকা নারী দল ২-১ এ এগিয়ে।
×