ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্প্যানিশ লা লিগা, এবার নায়ক থেকে খলনায়ক রামোস, পেনাল্টিতে গোলের রেকর্ড রোনাল্ডোর, শিরোপাস্বপ্ন দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার, সেভিয়া ২-১ রিয়াল মাদ্রিদ

৪০ ম্যাচ পর হার রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:২৫, ১৭ জানুয়ারি ২০১৭

৪০ ম্যাচ পর হার রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ হার যেন ভুলেই গিয়েছিল রিয়াল মাদ্রিদ। টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অবশেষে উড়তে থাকা দলটিকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে সেভিয়া। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ঘরের মাঠে অতিথি রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া। টানা ৪০ ম্যাচ পর এই হারের দায় অনেকটাই রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের। অনেকবার তারকা এই ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল করে গ্যালাক্টিকোদের স্মরণীয় সাফল্য উপহার দিয়েছেন। এই ম্যাচেও তিনি গোল করেছেন শেষদিকে। কিন্তু নিজেদের জালেই! তার এই আত্মঘাতী গোলেই ম্যাচে সমতা ফেরায় সেভিয়া, এরপর অতিরিক্ত সময়ে অসাধারণ গোল করে দলকে দুর্দান্ত জয় উপহার দেন ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড স্টেভান জোভেটিক। এই হারের পরও ১৭ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল। আর একটি করে ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া ও ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সিলোনা। দারুণ এই জয়ের পর শিরোপার স্বপ্ন বুনতে শুরু করেছে সেভিয়া। রিয়ালের হারের পর পর লা লিগার শিরোপা লড়ায়ও বেশ জমে উঠল। সেভিয়া যে রিয়ালের বিপক্ষে জিততে পারবে, তা বোঝা যায়নি একেবারে শেষমুহূর্ত পর্যন্ত। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে এই গোল করে লা লিগার একটি রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ফিফা ও ব্যালন ডি’অর জয়ী তারকা। লা লিগায় পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ৫৬ গোল করার আগের রেকর্ডটিও ছিল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হুগো সানচেজের দখলে। সেভিয়ার বিপক্ষে গোল করে সানচেজের পাশে নাম লিখিয়েছেন সি আর সেভেন। জয় দিয়ে ম্যাচটা শেষ করতে পারলে রেকর্ড গড়ার রাতটা স্মরণীয় হয়ে থাকত চারবারের বর্ষসেরা ফুটবলারের। কিন্তু সেটা মাটি করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস। ৮৫ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন স্প্যানিশ তারকা। ম্যাচের একেবারে শেষপর্যায়ে নাটকীয়ভাবে আরেকটি গোল করে রিয়ালকে হারের হতাশায় ডোবান জোভেটিক। এই ফরোয়ার্ডের গোলটি ছিল চোখ ধাঁধানো। দিন কয়েক আগে সেভিয়ার মাঠে কোপা ডেল রে’র ম্যাচে তাদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল। ওই ম্যাচেও হারতে হারতে কোনরকমে শেষ রক্ষা করেছিল জিনেদিন জিদানের দল। কিন্তু এবার আর পেরে উঠেনি তারা। ২০০৪ সালে এই সেভিয়া থেকেই রিয়ালে নাম লিখিয়েছিলেন রামোস। বিষয়টি সে সময় মেনে নিতে পারেনি সেভিয়ার সমর্থকেরা। রামোসের প্রতি তাদের ক্ষোভটা যে এখনও আছে সেটি দেখা গেছে গ্যালারিতে প্রদর্শিত এক ব্যানারে। সেখানে লেখা ছিলÑ ‘এটা কখনই তোমার আপন জায়গা হবে না।’ সেভিয়ার মাঠ সানজেচ পিজুয়ান যে রামোসের আপন নয়, সেটিই যেন আত্মঘাতী-দুর্ভাগ্যে বুঝতে পেরেছেন রামোস। অবশ্য এটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রামোস। ম্যাচ শেষে রিয়াল অধিনায়ক বলেন, আত্মঘাতী গোল একটি দুর্ঘটনা। একটি দুর্ভাগ্যের মুহূর্ত। এটি রিয়ালের হয়ে আমার অন্যতম সেরা পারফর্মেন্স। তবে গোল হজমের দায় স্বীকার করে নিয়েছেন স্প্যাণিশ অধিনায়ক। বলেন, আমরা খেলাটিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। ?একটি ফ্রিকিকই খেলার দিক পাল্টে দিয়েছে। কোচ জিনেদিন জিদান অবশ্য আত্মঘাতী গোল নিয়ে ভাবছেনই না। ফরাসী কিংবদন্তি বলেন, এটা কোন বিষয়ই নয়। ফুটবলে এমনটা হতেই পারে। আমি বরং আমার দলের অধিনায়ককে নিয়ে গর্ব করি। এদিকে আগের দিন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে স্পর্শ করেন লিওনেল মেসি। লাস পালমাসের বিপক্ষে গোল করে রাউলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে স্প্যানিশ লীগে ৩৫ দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। দারুণ কীর্তি গড়ার পর স্বয়ং রাউলেরই প্রশংসা পেয়েছেন মেসি। সাবেক স্প্যানিশ তারকা বলেন, লা লিগায় প্রতিদিন তোমার গোলগুলো উপভোগ করা আনন্দের। অভিনন্দন তোমাকে।
×