ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গতির দানব

প্রকাশিত: ০৬:০৬, ১৭ জানুয়ারি ২০১৭

গতির দানব

ভারতের চেন্নাই থেকে রেল পথে বেঙ্গালুরুর দূরত্ব ৩৪১ কিলোমিটার। সেই পথ এবার পেরোনো যাবে মাত্র ৩০ মিনিটের কম সময়ে। না, কল্পনা নয় মোটেও, কোন ভিডিওগেমও নয়। সড়কপথেই গন্তব্যে পৌঁছানো যাবে বিমানের থেকেও কম সময়ে! ভারতে এই ‘আশ্চর্য’ পরিবহন নিয়ে আসার অনুমতি চেয়ে কেন্দ্রের সড়ক পরিবহন দফতরের কাছে আবেদন করেছে মার্কিন কোম্পানি হাইপারলুপ ওয়ান। হাইপারলুপের কথামতো কংক্রিটের পিলার তৈরি করে তার ওপর বসবে বিশেষ প্রযুক্তিতে তৈরি টানেল। যার মধ্যে দিয়ে চলাচল করবে ট্র্যাভেল পড বা এক ধরনের ট্রেন। টানেলের মধ্যের ভ্যাকুয়ামে চলবে বলে এর গতি হবে ঘণ্টায় ১ হাজার ২শ’ কিলোমিটার। অর্থাৎ চেন্নাই থেকে বেঙ্গালুরু পৌঁছানো যাবে আধ ঘণ্টার কম সময়ে। চেন্নাই থেকে মুম্বাইয়ে যেতে লাগবে এক ঘণ্টার সামান্য বেশি সময়। চেন্নাই-বেঙ্গালুরু, চেন্নাই-মুম্বাই, মুম্বাই-দিল্লী পথে এই পড চালাতে আগ্রহ প্রকাশ করেছে হাইপারলুপ। সৌরশক্তিতে চলবে বলে এর নির্মাণ খরচ খুব একটা বেশি নয় বলে দাবি করা হয়েছে। ট্র্যাভেল পডে টিকেটের দাম বাসের টিকেটের সমান হবে বলে জানিয়েছে হাইপারলুপ। আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর প্রথম ট্র্যাভেল পডটি চলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আবুধাবির মধ্যে। - ওয়েবসাইট
×