ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৫, ১৭ জানুয়ারি ২০১৭

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে নির্ধারিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবেন। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, এর কোন বিকল্প নেই। তিনি সোমবার কাজীপুরে তার পিতা শহীদ এম মনসুর আলীর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেছেন। শহীদ এম মনসুর আলীর জন্মশত বার্ষিকীতে তার নির্বাচনী এলাকায় শহীদ মনসুর আলী কল্যাণ ট্রাস্ট, মনসুর আলী স্মৃতি সংসদ, মনসুর আলী সরকারী কলেজ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্œ প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এর মধ্যে রয়েছেÑ ইউনিয়ন পর্যায়ে শীতার্ত- অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, বৃত্তি প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাজীপুর উপজেলা আওয়ামী লীগ মাঠে শহীদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে নাসিম বলেছেন, আমার পিতা শহীদ এম মনসুর আলী সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। গ্রামের সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। মনসুর আলী জীবন দিয়ে প্রমাণ করেছেন- তিনি মোশতাকের মতো বেঈমান নন। এ জন্যই তার জন্মশত বার্ষিকীতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করে আগামী বছর থেকে মেডিক্যাল শিক্ষায় সর্বোচ্চ নম্বরধারীরকে এক লাখ টাকা ও স্বর্ণ পদক প্রদানের ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে শহীদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সোনামুখী বাজারে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল কুমার ভৌমিক। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ, সিভিল সার্জন শেখ মোঃ মনজুর রহমান, শহীদ মনসুর আলী সরকারী মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডাঃ রেজাউল করিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মল হক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এসব অনুষ্ঠানে বক্তব্য দেন। এর আগে তিনি গান্ধাইল, শুভগাছা, মাইজবাড়ি ও সোনামুখী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
×