ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে এমপি রানা ও তার ৩ ভাইকে আ’লীগ থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৬:০৪, ১৭ জানুয়ারি ২০১৭

টাঙ্গাইলে এমপি রানা ও তার ৩ ভাইকে আ’লীগ থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৬ জানুয়ারি ॥ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি কারাবন্দী আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় এবং তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির জরুরী সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যায় এমপি আমানুর রহমান খান রানা ও তার ভাইদের নামে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। এছাড়া কারাগারে আটক অবস্থায় এমপি রানা ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাঈদ রুবেলকে হত্যার নির্দেশ দিয়েছেন। তাই খুনী চক্রের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগ?ঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল বলেন, সভার কার্যবিবরণী কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হবে। বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য জাহিদুর রহমান খান কাকন। তাদেরকে বহিষ্কার ঘোষণার পরপরই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বলেন, যারা হত্যাকারী বলে আসামি হিসেবে চিহ্নিত হয়ে গেছে তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ তিন ভাইকে দল থেকে বহিষ্কারের পর স্বস্তি প্রকাশ করেছেন নিহত মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। এ সময় তিনি স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
×