ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার সরকার উন্নয়নের মডেল ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:০৪, ১৭ জানুয়ারি ২০১৭

শেখ হাসিনার সরকার উন্নয়নের মডেল ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ জানুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এখন উন্নয়নের মডেল। এ সরকার ক্ষমতায় গিয়ে যে উন্নয়ন করেছে, তা এক সময় স্বপ্ন ছিল। ঢাকা শহর এখন স্বপ্নের শহর। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে যে কাজ করেছে, তার দৃষ্টান্ত ঢাকা শহরের দিকে তাকালেই বুঝা যায়। ঢাকায় হাতিরঝিল এলাকাটি ছিল অঘোষিত গণশৌচাগার। আর সেই হাতিরঝিল এখন স্বপ্নপুরীর মতো ঝিলমিল করছে, যা বর্তমান সরকারের অবদান। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আরও ৭ বার জন্ম নিলেও হাতিরঝিল প্রকল্পের স্বপ্নই দেখতে পারবেন না। যারা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে তাদের মুখে দেশের উন্নয়নের কথা শোভা পায় না। তিনি ১৬ জানুয়ারি সোমবার বিকেলে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের শুলফীকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা ও শীতবস্ত্র বিতরণকালে ওইসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই দেশের কল্যাণে ভাবেন। তার অবদানে বাংলাদেশ আজ সারাবিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বছরের প্রথম দিনই সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এদিন মন্ত্রী নকলা ও নালিতাবাড়ীর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক প্রণোদনা বিতরণ করেন। ওই সময় শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×