ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী কমান্ডার নিহত

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ জানুয়ারি ২০১৭

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী কমান্ডার নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৬ জানুয়ারি ॥ সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে রবিবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী রশিদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুর রাজ্জাক (৪০) নিহত হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক কাশীনাথপুর ইউনিয়নের বিলসলঙ্গি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিভর্তি বিদেশী একটি পিস্তল উদ্ধার করা হয়। অন্যদিকে এলাকার ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রাজ্জাক নিহতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। র‌্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার বীনা রানী দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা হলুদঘর গ্রামে অভিযানে গেলে গোপালপুর সেতুর পাশে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ চরমপন্থী কমান্ডার রাজ্জাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুন্সী আব্দুল কুদ্দুস জানিয়েছেন, নিহতের নামে কয়েকটি হত্যা মামলা রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, চরমপন্থী রশিদবাহিনীর হাতে ধুলাউড়ি, ভুলবাড়িয়া, আতাইকুলা, লক্ষ্মীপুর, একদন্ত ও গয়েশপুর ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে জিম্মি ছিল। এ বাহিনী গত বছর পাইকশা গ্রামের র‌্যাব সোর্স শাহ জামাল ও তার মাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। একই বছর রেজ্জেক নামে এক যুবককে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে। এ বাহিনীর হাতে অন্তত ১৫ জন নিহতের ঘটনা ঘটে। র‌্যাবের সাথে ক্রস ফায়ারে রশিদ বাহিনী প্রধান আব্দুর রশিদ, মদন, দিপলু, দায়েন, জিয়া, ঝানু নিহত হয়। এরপর রশিদ বাহিনীর দায়িত্ব নেয় আব্দুর সালাম ও সেকেন্ড ইন কমান্ড হন আব্দুর রাজ্জাক। র‌্যাবের অভিযানের মুখে এরা এলাকা ছেড়ে টাঙ্গাইলের প্রত্যন্ত চরে আশ্রয় নেয়। সেখানে বসেই তারা চাঁদাবাজি ও জলমহাল দখলসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালাত। এলাকাবাসী জানিয়েছে, এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আব্দুর সালাম ধরা পরলেই এ বাহিনীর নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত হয়েছে।
×