ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ঢেলে সাজার উদ্যোগ আ’লীগের বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয়

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ জানুয়ারি ২০১৭

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ঢেলে সাজার উদ্যোগ আ’লীগের বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয়

সম্মেলনের পর এবার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে ঢেলে সাজার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ছয় মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে সোমবার বৈঠক করে প্রায় এক যুগ আগে মেয়াদোত্তীর্ণ চারটি সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত করে তা ঘোষণা করেছে দলটি। ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চারটি সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই এসব তারিখ ঘোষণা করা হয়। এই চারটি সহযোগী সংগঠনের মেয়াদ দীর্ঘ এক যুগ আগে শেষ হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ মার্চ যুব মহিলা লীগ, ১৯ মার্চ তাঁতী লীগ এবং ২৯ এপ্রিল আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই চারটি সংগঠনেরই মেয়াদ কয়েক বছর আগেই উত্তীর্ণ হয়েছে। সংগঠনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সারাদেশেই শক্তিশালী করে গড়ে তুলতে এই সিদ্ধান্ত নেয়া হয়। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ বাকি সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোরও সম্মেলনের উদ্যোগ নেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে বর্তমানে ৭টি সহযোগী সংগঠন রয়েছে। সহযোগী সংগঠনগুলোর মধ্যে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগ, ২০০৪ সালের ১৫ মার্চ যুব মহিলা লীগ, ২০০০ সালের ২০ জুলাই আওয়ামী আইনজীবী পরিষদ এবং ২০০৪ সালের ৮ আগস্ট তাঁতী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় কাছাকাছি সময়ে সম্মেলন অনুষ্ঠানের পর ২০১২ সালের ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগ, ১৪ জুলাই যুবলীগ এবং ১৯ জুলাই কৃষক লীগ আরেক দফা কেন্দ্রীয় সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচিত করে। গঠনতন্ত্র অনুসারে সহযোগী সংগঠনের সম্মেলনের মেয়াদ তিন বছর। সেই হিসেবে মহিলা আওয়ামী লীগ ১৩ বছর, যুব মহিলা লীগ ও তাঁতী লীগ ১২ বছর এবং আওয়ামী আইনজীবী পরিষদ ১৬ বছর পার করতে চলেছে। সোমবারের বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
×