ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহ দুদিনের মধ্যে আরও দুর্বল হয়ে পড়বে

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ জানুয়ারি ২০১৭

শৈত্যপ্রবাহ দুদিনের মধ্যে আরও দুর্বল হয়ে পড়বে

স্টাফ রিপোর্টর ॥ শীত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহ এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দেশের কোথাও মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় শীতের মাত্রা গত দুদিনের চেয়ে অনেক কম। ঢাকায় সোমবার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৪ ডিগ্রী সেলসিয়াসে। এছাড়া সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬.৪ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ দুদিনের মধ্যে আরও দুর্বল হয়ে পড়বে। ফলে তাপমাত্রা বেড়ে গেলে শীতের মাত্রা কমে আসবে। তবে বর্তমান বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ থেমে গেলেও নতুন করে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জনকণ্ঠকে বলেন, আপাতত বড় ধরনের কোন শৈত্যপ্রবাহের আভাস নেই। পরবর্তীতে শৈত্যপ্রবাহের আভাস পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে। সোমবার সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। যার মাত্রা ২৭.২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া সোমবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস। আগের আগের দিনের চেয়ে বেশি। সূত্র জানায়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আজও অব্যাহত থাকবে। এছাড়া এ সময়ে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে নিম্নচাপ থাকায় এবারে শীত মৌসুমের শুরুতে শীতের কোন দেখা পাওয়া যায়নি। তবে নিম্নচাপ ও লঘুচাপ কেটে গিয়ে পৌষে শেষে শীতের রেশ কিছুটা বাড়লে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া বৈচিত্র্য অনুযায়ী এবারের মাঘে স্বাভাবিকের চেয়ে বেশি শীত না পড়র আভাস রয়েছে।
×