ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলার রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে ॥ দুদু

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ জানুয়ারি ২০১৭

সাত খুন মামলার রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে ॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনার মামলার রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এ রায়ে মানুষের আতঙ্ক ও অসহায়ত্ব দূর করতে প্রত্যাশিত ভূমিকা রাখবে। সোমবার রায় ঘোষণার পর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীতে এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভেতরে যে আতঙ্ক, যে অসহায়ত্ব, তার দূর করার জন্য নারায়ণগঞ্জের সাত খুন মামলায় এ ধরনের রায় প্রত্যাশিত ছিল। কারণ মানুষের মধ্যে বিশ্বাস ছিল যে এ মামলায় রায়ে আসামি এক মন্ত্রীর জামাই। অন্য মামলায় যা হয় এ মামলায় একই অবস্থা হবে। মন্ত্রীর জামাই হওয়ার কারণে সাত খুনের ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল। তবে এই মামলার রায়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় নিম্ন আদালতের। এখনও উচ্চ আদালত রয়েছে। ফাঁসি কার্যকর হলেই কেবল এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা যাবে। একই সঙ্গে উল্লেখ করেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-, বিএনপির নিখোঁজ হওয়া ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অসংখ্য ছাত্রনেতা রয়েছে যাদের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তারা গুমের শিকার হয়েছেন। এই গুম-হত্যার বিচারও আগামী দিনে হবে। এটা আমরা প্রত্যাশা করি। তিনি নির্বাচন কমিশন গঠন সম্পর্কে বলেন, বঙ্গভবন থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে ব্যর্থ হলে বিএনপি রাজপথে আন্দোলনে নামবে। আমরা রাজপথের মানুষ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বঙ্গভবন যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, রাষ্ট্রপতি যদি এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন তাহলে বিএনপি রাজপথে আন্দোলনে নামবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা তো অনেক উন্নয়নের কথাই বলেন। দেশের মানুষের জন্য এত কিছু করার কথা বলেন। তাহলে নিরপেক্ষ নির্বাচন দিলে সমস্যা কোথায়? সুষ্ঠু নির্বাচনের জন্য একটি মেরুদ- হিসেবে সম্পূর্ণ নির্বাচন কমিশন দরকার। যে কমিশন যে কোন সমস্যা মোকাবেলা করতে পারবেন উল্লেখ করেন। মানববন্ধন কর্মসূচী অংশ নিয়ে দুদু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদের সমালোচনা করে বলেন, আমরা চাই মানুষের চলার জন্য ফুটপাথ ফাঁকা থাক। কিন্তু যারা এখানে ব্যবসা করছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। আগে তাদের জন্য নতুন স্থান ঠিক করে দেয়া উচিত। যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তা দেখে মনে হচ্ছে জোর যার মুল্লুক তার। তিনি বলেন, কিছু নিম্নবিত্ত মানুষ কোন অর্থ নেই। তারা রাস্তাঘাটের ফেরি করে জীবন-যাপন করে এবং সংসার চালায়। কোন কথা-বার্তা নেই, কর্মের সংস্থান নেই, তাদের অন্য জায়গায় ব্যবস্থা না করে সরিয়ে দেয়া হলো। আমরা মনে করি না যে, এটা আইনের শাসন ও কোন সুন্দরের পক্ষে কাজ করবে। সরকারকে অবশ্যই বিকল্প ভাবনা ঠিক করে এটা করতে হবে। এটা না করে এখন যা করা হচ্ছে এটাকে আমরা তুঘলকি কাজ বলে আমরা মনে করি। এরকম উচ্ছেদের আমরা প্রতিবাদ করি। বিরোধিতা করি। মানববন্ধন কর্মসূচীতে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
×