ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মঞ্চে কবিগুরুর ‘অপরিচিতা’

প্রকাশিত: ০৩:৪৮, ১৭ জানুয়ারি ২০১৭

মঞ্চে কবিগুরুর ‘অপরিচিতা’

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘অপরিচিতা’-কে মঞ্চে আনছে বাংলা মুভমেন্ট থিয়েটার। গল্পের নাট্যরূপ দিয়েছেন লিটন আব্বাস ।নাটক পরিচালনা করছেন ড. মুকিদ চৌধুরী। সম্প্রতি দলের উদ্যোগে এক কর্মশালার মাধ্যমে নাটকটি মঞ্চায়নের যোগ্য করে গড়ে তুলেছে। নাট্যকার লিটন আব্বাস জানান, খুব শীঘ্রই মঞ্চে আসবে নাটকটি। নাটকটি সম্পর্কে তিনি বলেন, যৌতুকের বিষবাস্পে বাঙালী সমাজ বিষাক্ত। কন্যাদায়গ্রস্ত পিতার কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করে পাত্রের অভিভাবক।বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামার সন্দেহপ্রবণতার কারণেঅনুপম এবং কল্যাণীর বিয়ে ভেঙ্গে যায়। এ ঘটনা বাঙালি সমাজে বিদ্যমান পণপ্রথাকেই নির্দেশ করে। বাঙালী সমাজে পাত্রের অভিভাবকের পাত্রীর অভিভাবকের প্রতি প্রভাব খাটানো বা একচ্ছত্র আধিপত্য বিস্তারের একটি বিষয় ‘অপরিচিতা’য় প্রতীয়মান হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেনÑআকরাম হোসেন আরজু, সিদ্দিক প্রামাণিক, মাকছেদুল হাসান রাসেল, শামীমা আক্তার, মাহবুব-উল-আসান উল্লাস, অথৈ, অবণী, মিলন আহমদ, শরীফুল ইসলাম, সাহেব আলী, জে.এ, রতন, হুমায়ুন কবীর, কাজী সাইফুল, সেলিম আহমেদ, মুমিন ম-ল, সুজন শেখ, রাজু আহমেদ তানিম, আমীর হামজা, মোহাম্মদ আলী, রাশেদ খান প্রমুখ। তিনি বলেন, ‘অপরিচিতা’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠাত হবে কুমারখালী এবং পঁচিশে বৈশাখ উপলক্ষে কুঠিবাড়ী, শিলাইদহে দ্বিতীয় মঞ্চায়ন হবে।
×