ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের যাত্রা শুরু

প্রকাশিত: ০৩:৪৭, ১৭ জানুয়ারি ২০১৭

ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রি ক্রমশ প্রসার লাভ করছে। চলচ্চিত্র এবং টিভি মিডিয়ার ব্যপ্তি প্রসারে ফলে এই খাতে প্রতিদিনই বাড়ছে কাজের সুযোগ। একইভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার জন্য এখনও তেমন কোন পেশাদারি ইনস্টিটিউট গড়ে ওঠেনি বলা যায়। যা আছে তাও স্বল্প পরিসরে বা দু-চারটার মধ্যে সীমাবদ্ধ। ব্যক্তিগত উদ্যোগে যা হয়েছে তাও সেভাবে আলোর মুখ দেখেনি। সেই শূন্যতা পূরণে তরুণ সংস্কৃতি কর্মী মিঠু কুমার রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজধানী ঢাকার ঝিগাতলায় ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। অভিনয়, সংবাদ উপস্থাপনা, ফটোগ্রাফি, চিত্রগ্রহণ, ভিডিও এডিটিং এবং টিভি অনুষ্ঠান, নাটক, চলচ্চিত্র নির্মাণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মিডিয়াকর্মী গড়ে তোলার লক্ষে এ মিডিয়া স্কুল কাজ করবে। তবে স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে অভিনয় বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে। ‘ক্রিয়েটিভ মিডিয়া স্কুল’ আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে শুক্রবার ১৩ জানুয়ারি থেকে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, যাত্রানট মিলন কান্তি দে, সাংবাদিক ও নাট্যকর্মী সাজু আহমেদ, নাট্যকর্মী জুয়েল, সুজন মৃধা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের উদ্যোক্তা মিঠু কুমার রায়। অনুষ্ঠান উপস্থাপনা করে লিটা খান। অনুষ্ঠানে জানানো হয় ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম চলবে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কোর্স শেষে সনদপ্রদানসহ একটি কর্মশালাভিত্তিক টেলিভিশন নাটকে কাজ করার সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের জন্য। এই পেশায় কাজ করতে আগ্রহীদের প্রতিষ্ঠানটি প্রফেশনাল প্রশিক্ষণের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই গড়ে তুলবে একজন দক্ষ ও যোগ্য মিডিয়াকর্মী। এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র এবং সংবাদ মাধ্যমের দক্ষ, জনপ্রিয় ও গুণী ব্যক্তিত্বরা।
×