ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৩:৪৭, ১৭ জানুয়ারি ২০১৭

সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

গৌতম পা-ে ॥ বাংলাদেশের বাতাস থেকে তিনি প্রথম অক্সিজেন নিয়েছেন, আলোতে চোখ মেলেছেন, মাটিতে হাঁটতে শিখেছেন। শুধু শৈশব নয়, কৈশোরের গোল্লাছুট আর দুরন্তপনাও বাংলাদেশে। জীবনের প্রথম ষোলটি বছর তার কেটেছে এই দেশে। বলা যায়, জীবনের সবচেয়ে মধুর সময়টাই তিনি এদেশে কাটিয়েছেন। বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের আজ তৃতীয় মৃত্যুবার্কিী। ২০১৪ সালের এই দিনে কলকাতার বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পাবনার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের অন্দরমহল থেকে ১৯৩১ সালের ৬ এপ্রিল ছড়িয়ে পড়ে এক নবজাতকের চিৎকার। বাড়ির কর্তা করুণাময় দাশগুপ্ত মেয়ের মুখ দেখে খুশি। এলাকায় মিষ্টি বিলিয়ে জানিয়ে দেন, তিনি কন্যা-সন্তানের পিতা হয়েছেন। করুণাময় দাশগুপ্ত নিজের স্ত্রী ইন্দিরা দাশগুপ্তের সঙ্গে আলাপ করে মেয়ের নাম রাখেন রমা দাশগুপ্ত। এ রমাই ওপার বাংলার সুচিত্রা সেন। শুধু বাবার বাড়িই নয়, তার শ্বশুরবাড়িও বাংলাদেশে। ঢাকার গে-ারিয়ায়। তাই দুই কুল থেকে সুচিত্রা আমাদেরও। মহানায়িকা সুচিত্রা সেন বলা হয় মহানায়ক উত্তম সেনের সূত্র ধরেই। ১৯৮০ সালের ২৪ জুলাই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। রাতভর তার মরদেহর পাশে আত্মীয়-পরিজনদের সঙ্গে ছিলেন দুই দশকের চলচ্চিত্র জীবনের সঙ্গী সুচিত্রা সেনও। সেদিন উত্তমকে শেষবারের মত বিদায় জানিয়েছিল এই পৃথিবী। অনেকটা সেই দিনটিতেই যেন বিদায় নিয়েছিলেন সুচিত্রা সেনও। উত্তমের শেষ শয্যার পাশ থেকে উঠে ফিরে যান কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ২৪/৪/৪ ঠিকানার বাড়িতে। সেই যে আড়ালে গেলেন, তারপর ফেরেন মাত্র একবারই। ১৯৮২ রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে আয়োজিত স্বল্পসংখ্যক মানুষের সামনে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। এর আগে শেষবার তাকে ক্যামেরার সামনে দেখা গিয়েছিল ১৯৭৮ সালে। ‘প্রণয় পাশা’ চলচ্চিত্রে তিনি শেষ অভিনয় করেছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত নিজেকে আড়ালে রেখে তিনি এখনো আমাদের কাছে রয়ে গেছেন সেই চিরচেনা রূপেই। আমাদের কাছে সুচিত্রার বার্ধক্য নেই, চামড়ায় বলিরেখা নেই, চুলে সাদা রঙ নেই। আর তাই চলে গেলেও আমাদের কাছে আজীবন রয়ে যাবেন সেই চির যৌবনা সুচিত্রা হয়ে।
×