ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরগমের সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৩:৪৬, ১৭ জানুয়ারি ২০১৭

সরগমের সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ দেশের সঙ্গীতবিষয়ক পত্রিকা মাসিক সরগমের উদ্যোগে সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচার প্রফেসর আখতার ইমাম মিলনায়তনে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সরগম গানে গানে সন্ধ্যা-২’ শীর্ষক ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মুনতারীন মহল ও মাসুদ আহমেদ। অনুষ্ঠানে শিল্পীদের সুললিত কন্ঠ মাধুর্যে মুগ্ধ হয়েছেন দর্শক শ্রোতা। আয়োজনের প্রথমেই রেয়াজী কণ্ঠের শিল্পী মুনতারীন মহল গীতা দত্তের অত্যন্ত জনপ্রিয় কালজয়ী গান ‘এ সুন্দর স্বর্ণালী সন্ধ্যা’ দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর একে একে পরিবেশন করেন ‘আমি গানকে ভালবেসে’, ‘নিজেরে হারায়ে খুঁজি’, ‘এত বড় আকাশটাকে’, ‘দু’টি মন আর’, ‘ওগো বৃষ্টি আমার’, ‘আমি মেলা থেকে’ প্রভৃতি গান। এরপরই মঞ্চে আসেন সাহিত্যিক ও সঙ্গীতশিল্পী মাসুদ আহমেদ। তিনি একে একে পরিবেশন করেন- ‘দোলে শাল পিয়ালের বোন’, ‘সেদিন চাঁদের আলো’, ‘ভুলে থাকার কথা ছিল’, ‘তোমায় পেয়েছি আমি’, ‘ এলো কি নতুন কোন’, ‘এ জীবনে যারে আমি চেয়েছি’, ‘এ জীবনে যত ব্যথা পেয়েছি’ শীর্ষক গান। এরপর আবার মঞ্চে আসেন মুনতারীন মহল। তিনি দ্বিতীয় পর্বে শুরু করেন মাধুরী চট্টাপাধ্যায়ের নিজেরে হারায়ে খুঁজি গানটি দিয়ে। এরপর ‘ভুলে গেছি সুর ওগো’, ‘আমায় তুমি যে’, ‘কত যে কথা ছিল’, ‘নিশি রাত বাঁকা চাঁদ’ প্রভৃতি। দ্বিতীয়বারের মত মাসুদ আহমেদ পরিবেশন করেন ‘মধুর আমার মা’র হাসি’, ‘এতো সুর আর এতো গান’, এবং সবশেষে মান্না দের ‘মেঘলা মেয়ে মেঘেরী সাজ পরেছে’ গানটি পরিবেশন করেন। প্রায় আড়াই ঘণ্টার এই অপূর্ব অনুষ্ঠানটি শ্রোতা দর্শকরা উপভোগ করেন। শ্রোতারা যাওয়ার সময় সরগমের এই চমৎকার আয়োজনের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর অনুষ্ঠানের নিয়মিত ব্যবস্থা করার অনুরোধ জানান। এর আগে সন্ধ্যা ৬টায় সরগম সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানান। বক্তব্য রাখেন সরগম সম্পাদক ও সরগম সাংস্কৃতিক দলের সভাপতি কাজী রওনাক হোসেন । এ সময় তিনি বলেন- আজকাল অনুষ্ঠানে এসে গান শোনার শ্রোতা কেন জানি হারিয়ে যাচ্ছে। আমাদের এই প্রয়াস শ্রোতাদের নিয়মিত কিছু ভাল গান উপহার দেয়া। শ্রোতাদের আমরা শুধু সঙ্গীতই শোনাতে চেয়েছি। ভব্যিষ্যতে আমরা এ ধারা অব্যাহত রাখবো।
×