ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রাম থিয়েটারের সেলিম আল দীন স্মরণ উৎসবের সমাপনী আজ

প্রকাশিত: ০৩:৪৬, ১৭ জানুয়ারি ২০১৭

গ্রাম থিয়েটারের সেলিম আল দীন স্মরণ উৎসবের সমাপনী আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্দোলনের অন্যতম পুরাধা ব্যক্তিত্ব নাট্যাচার্য সেলিম আল দীনের নবম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী সেলিম আল দীন স্মরণ উৎসবের সমাপনী হচ্ছে আজ। যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। এই উৎসব সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। উৎসব কর্মসূচীর অংশ হিসেবে ১৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারে কর্মীরা। বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের আগে বেগমজাদী মেহেরুননেসা পারুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘দীর্ঘ জীবন পথ’ শীষ সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থিয়েটারের কর্মী, মঞ্চকুসুম অভিনেত্রী ও নির্দেশক শিমুল ইউসুফ। প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক জামিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। আলোচনা করেন নাট্যকার সাধনা আহমেদ, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না প্রমুখ। ১৫ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনগ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। আলোচনা করেন মঞ্চ কুসুম অভিনেত্রী শিমুল ইউসুফ ও গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না। অনুষ্ঠান উপস্থাপনা করেন বগুড়া থিয়েটারের সদস্য অলক। সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন রচিত এবং ফারুক হোসেন নির্দেশিত বগুড়া থিয়েটারের ‘বাসন’ নাটক মঞ্চস্থ হয়। সোমবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে রয়েছে সেলিম আল দীন রচিত ভোলা থিয়েটারের নাটক ‘গ্রন্থিকগণ কহে’। নাটকের পা-ুলিপি সম্পাদনা রেজা মোহাম্মদ আরিফ। নির্দেশনা অনিক কুমার সাহা। উৎসবের সমাপনী দিন আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ফরিদপুরের সঙ থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীন রচিত নাটক ‘শকুন্তলা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রসেনজিৎ পাল। জাবিতে সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবস পালিত ॥ রবীন্দ্রত্তোরকালের শ্রেষ্ঠ নাট্যকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের নবম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার জাবিতে এই নাট্যপুরোধাকে স্মরণ করা হয়। এবারের স্মরণোৎসব উৎসর্গ করা হয় আচার্য সেলিম আল দীনের সদ্য প্রয়াত সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসার স্মৃতির উদ্দেশ্যে। ওইদিন সকাল দশটায় স্মরণ শোভাযাত্রা উদ্বোধনের মাধ্যমে মহাপ্রয়াণ দিবসের কার্যক্রম শুরু হয়। স্মরণ শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। শোভাযাত্রাটি পুরাতন কলাভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের পাশে অবস্থিত সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। স্মরণ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শহিদুজ্জামান সেলিম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীরা। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাবি উপাচার্য ফারজানা ইসলাম, জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, আরশিনগর থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, রঙ্গন মাইম একাডেমি, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, জাহাঙ্গীরনগর থিয়েটার, স্বপ্নদলসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন। আচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সকাল ১১টায় মৃৎ মঞ্চে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সর্দার বাড়ির খেলা (লাঠি খেলা), বেলা সাড়ে বারোটায় ‘নাটকের ভাষার সংক্রান্তি এবং সেলিম আল দীন’ শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ্যাক্রোবেটিক দল পরিবেশন করে এ্যাক্রোবেটিক প্রদর্শনী। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে মঞ্চস্থ হয় নাটক ‘নিউ রোমিও এন্ড জুলিয়েট’।
×