ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১১ গুণ লোকসান কম দেখিয়েছে সমতা লেদার

প্রকাশিত: ০৩:৪৫, ১৭ জানুয়ারি ২০১৭

১১ গুণ লোকসান কম দেখিয়েছে সমতা লেদার

বাংলাদেশ হিসাব মান (বিএএস)-১২ অনুযায়ী ডেফার্ড টেক্স গণনা প্রয়োজ্য হলেও সমতা লেদার কর্তৃপক্ষ তা করে না। কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে ১৬ লাখ টাকার ডেফার্ড টেক্স গণনা না করায় নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছে। পাশাপাশি সমাপ্ত অর্থবছরে লোকসান ১১ গুণ কম দেখিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে কোম্পানি কর্তৃপক্ষ স্থায়ী সম্পদে পুনর্মূল্যায়নজনিত সারপ্লাসের ওপর অবচয় চার্জ করে না। আর ২০১৫-১৬ অর্থবছরে ক্রয়কৃত সম্পদের ওপর পূর্ণ অবচয় চার্জ করায় নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে। কোম্পানি কর্তৃপক্ষ লোকসানের পরিমাণ কম ও সম্পদের পরিমাণ বেশি দেখিয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানির ৫৬ লাখ টাকা লোকসান হলেও ৬ লাখ টাকা দেখানো হয়েছে। আর শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০.৫৪ টাকার পরিবর্তে ০.০৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ ১৩.১৮ টাকার পরিবর্তে ১৪.৭৬ টাকা দেখানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার কনডেনসেটের অভাবে উৎপাদন বন্ধ সিভিও পেট্রোর জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারির উৎপাদন গত বছরের ২১ জুলাই থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি কনডেনসেট (গ্যাসের উপজাত) স্বল্পতার কারণে গত ২১ জুলাই থেকে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির উৎপাদন বন্ধের তারিখ সম্পর্কে জানতে চাইলে, কোম্পানিটি এ তথ্য জানায়। জানা গেছে, গত ১৭ জুলাই থেকে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু সিভিও পেট্রোকে চিঠির মাধ্যমে জানানো হয় ২৭ জুলাই। এরপরে সিভিও মজুদ থাকা কনডেনসেট দিয়ে ২০ জুলাই পর্যন্ত উৎপাদন চালু রাখে। -অর্থনৈতিক রিপোর্টার
×