ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ১ হাজার ৮৫৬ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৩:৪৪, ১৭ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে ১ হাজার ৮৫৬ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের ২৫ জুন ডিএসইতে এক হাজার ৮৮২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১৯৭ কোটি ৪৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক হাজার ৬৫৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৪৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইনান্স, ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল ও সেন্ট্রাল ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকারস, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, যমুনা ব্যাংক, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও ফু-ওয়াং সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিএপিএম মিউচুয়াল ফান্ড, মডার্ন ডাইং, ন্যাশনাল টিউবস, কে অ্যান্ড কিউ, ন্যাশনাল টি, ফাইন ফুডস, অগ্রণী ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ও এমারেল্ড ওয়েল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং সিরামিক ও লঙ্কা বাংলা ফাইনান্স।
×